Narendra Modi (Photo Credit: X/PTI)

দিল্লি, ১১ নভেম্বর: সোমবার রাতে দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়, তার জেরে কেঁপে উঠেছে গোটা দেশ। আই ২০ গাড়িতে যে বিস্ফোরণ হয় লালকেল্লার কাছে, তাতে ৮ থেকে ১০. জনের মৃত্যুর খবর মেলে। আহত আরও বেশ কয়েকজন। সোমবার সন্ধে ৬.৫২ থেকে ৬.৫৫-র মধ্যে ওই বিস্ফোরণ হয়।

দিল্লিকাণ্ডে বিপুল বিস্ফোরক ব্যবহার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ফুটেজে যে গাড়িটি ধরা পড়ছে বিস্ফোরণের সময়, তা কাশ্মীরের এক চিকিৎক, উমর মহম্মদের বলে জানা যায়। যা নিয়ে ইতিমধ্যেই পুলিশ, এনআইএ-সহ কেন্দ্রীয় গোয়েন্দারা সমস্ত দিক খতিয়ে দেখতে শুরু করেছেন।

ভূটানের থিম্পু থেকে প্রধানমন্ত্রী জানান, দিল্লির ঘটনায় তিনি শোকস্তব্ধ। তিনি শোকাহত। ওই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, সেই সমস্ত মানুষের পরিবারেরপাশে গোটা দেশ রয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।

দিল্লির বিস্ফোরণের ঘটনায় তিনি নিজে সমস্ত খবর নিচ্ছেন। পরিস্থিতি খতিয়ে দেখছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

এসবের পাশাপাশি সোমবার রাতেই তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে তিনি কথা বলেচেন বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এই জঘন্য় ঘটনায় জড়িতদের যাতে কড়া শাস্তি হয়, সে বিষয়েও সমস্ত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী।