Bangladeshi Woman Resides Delhi Illegally (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৭ ডিসেম্বর:  অবৈধভাবে ৬ বছর বসবাস ভারতে (India)। বৈধ কাগজপত্র থাকার বালাই নেই। বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে প্রবেশ করে ৬ বছর কাটিয়ে দেন এক বাংলাদেশি (Bangladeshi Woman) মহিলা। এবার তাঁকে পাকড়াও করা হয়েছে। দিল্লি (Delhi) পুলিশের তরফে ওই মহিলাকে পাকড়াও করা হয়েছে বলে খবর। সম্প্রতি গোপণ সূত্রে ওই মহিলার খোঁজ পায় দিল্লি পুলিশ। গোপণ সূত্রে খবর পেয়েই বাংলাদেশের নাগরিক ওই মহিলার খোঁজ শুরু করা হয় দিল্লি পুলিশের তরফে।

দিল্লি পুলিশের জোরদার তল্লাশির জেরে খোঁজ মেলে সোনালী শেখের। যেখানে সোনালী শেখ নিজের ভিসা শেষ হওয়ার পরও দিল্লিতে বসবাস করছিল। কোনও ধরনের বৈধ কাগজপত্র না নিয়েই সোনালী শেখ দিল্লিতে বসবাস করছিল বলে খবর। এরপর সোনালী শেখ নামে ওই মহিলাকে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয়।

আটকের পর সোনালী শেখকে পুলিশ অভিবাসন দফতরের হাতে তুলে দেয়। অভিবাসন দফতর যাতে শিগগিরই সোনালী শেখকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে, সে বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।