নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি: নির্বাচন পর্ব (Delhi Assembly Election 2020) চলাকালীন অশান্তি শুরু হল দিল্লিতে (New Delhi)। বুথের বাইরে এক ব্যক্তিকে থাপ্পড় মারলেন কংগ্রেস প্রার্থী অলকা লম্বা (Congress Candidate Alka Lamba)। ওই ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। জানা গিয়েছে, ওই ব্যক্তি আপের কর্মী। অভিযোগ, বুথের বাইরে অলকা লম্বাকে লক্ষ্য করে গালিগালাজ (Slang) করতে থাকেন তিনি। আর তা শুনেই মেজাজ হারিয়ে ওই ব্যক্তিকে কষিয়ে থাপ্পর (Slap) দেন অলকা।
দিল্লিতে নির্বাচন চলাকালীন আপ ও কংগ্রেসের দ্বন্দ্ব সামনে এসে পড়ল। এদিন, দিল্লির মঞ্জু কা টেলার (Manju Ka Telor) কাছে এই ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা গিয়েছে, বুথের বাইরে কথা বলেছিলেন অলকা লম্বা। আশেপাশের ভিড় থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে বাজে কথা বলতে শুরু করেন। যাতেই মাথা গরম হয়ে যায় তাঁর। ফলে মেজাজ হারিয়ে তাঁকে থাপ্পড় মারতে উদ্যত হন অলকা। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নিয়ে চলে যান। কিন্তু তা স্বত্ত্বেও অলকা ও তাঁর দলের কর্মীরা ওই ব্যক্তির পিছু ধাওয়া করে পাল্টা কথা ও মারধর (Beating) করার চেষ্টা করেন। পরে ওই ব্যক্তিকে পুলিশ আটক করে। আরও পড়ুন: Delhi Assembly Elections 2020: স্ত্রী-পুত্র-বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মসনদে ফের আসছে AAP প্রতিক্রিয়াও দিলেন জোর গলায়
#WATCH Delhi: Scuffle breaks out between AAP and Congress workers near Majnu ka Teela, Congress candidate Alka Lamba tries to slap an AAP worker. AAP leader Sanjay Singh has said the party will complain to Election Commission. #DelhiElections2020 (note: abusive language) pic.twitter.com/l5VriLUTkF
— ANI (@ANI) February 8, 2020
দিল্লির চাঁদনি চক (Chandni Chowk) কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লম্বা। এদিকে এই ঘটনায় পারদ চড়েছে আপ মহলে। শনিবারের ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং।