Arvind Kejriwal (Photo Credit: Twitter)

নয়া দিল্লি, ৮ ফেব্রুয়ারিঃ শনিবার সকাল ৮টা থেকে দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোট গণনা শুরু হয়েছে (Delhi Assembly Election Result 2025)। রাজধানীর ক্ষমতা দখলের লড়াই এক দিনেই (৫ ফেব্রুয়ারি ছিল ভোট) শেষ হয়েছে। এবার পালা ভোট গণনা এবং ফলাফল ঘোষণার। রাজধানী দিল্লির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে শনিতেই।

দিল্লিতে রয়েছে মোট ৭০টি বিধানসভা কেন্দ্র। রাজধানীর ক্ষমতা দখলের লড়াই রয়েছে তিন দল। আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস। তবে কংগ্রেসের (Congress) লড়াই প্রকৃতঅর্থে খাতায়কলমে। কারণ গত বুধবার ভোট গ্রহণের পর হওয়া বুথফেরত সমীক্ষায় কোন ছাপ রাখতে পারেনি 'হাত'। সমীক্ষায় দেখা গিয়েছে, রাজধানীতে অনেকটাই এগিয়ে বিজেপি (BJP)। বেশ খানিকটা চাপে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ (AAP)। সেই সমীক্ষা মতই আজ শনিবার দিল্লি বিধানসভা ভোট গণনা (Delhi Assembly Election Result 2025) শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, বেশ অনেকটা পিছয়ে রয়েছে আম আদমি পার্টি। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে গণনা। তবে কয়েক রাউন্ড গণনা পরেই ফল কিছুটা পরিষ্কার হয়ে যাবে। গত দুবাবারেই মত এইবারও কি রাজধানীর কুর্সিতে বসবেন কেজরির আপ নাকি ক্ষমতাসীন দল আপকে হটিয়ে দিল্লি দখল করবে বিজেপি? সেই ফলাফলের দিকেই চেয়ে গোটা দেশ।

 দিল্লি দখল করবে কে?

প্রথম রাউন্ডের গণনা শেষ নয়া দিল্লি আসনে পিছিয়ে গিয়েছিল আপ। ওই কেন্দ্রের প্রার্থী দলের আহ্বায়ক আরবিন্দ কেজরিওয়াল। বিজেপি প্রার্থী প্রবেশ সিংহ এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ড বদলাল চিত্র। এগোলেন কেজরি। পিছয়ে গেলেন প্রবেশ।

দ্বিতীয় রাউন্ডের পর জংপুর কেন্দ্র থেকে কিছুটা এগোলেন মণীশ সিসৌদিয়াও। বিজেপির প্রার্থী তরবিন্দর সিংহকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।

প্রথম রাউন্ড শেষে দিল্লির কালকাজি কেন্দ্র থেকে আপ মুখ্যমন্ত্রী অতিশী পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডে এগোলেন তিনি। বিজেপির রমেশ বিধুরীকে পিছুটা পিছনে ফেললেন অতিশী।