দিল্লি, ২৮ জুন: মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসির দিল্লির বাড়িতে কালি নিয়ে হামলার ঘটনায় ফের শোরগোল শুরু হয়েছে। ওবেইসির দিল্লির বাড়িতে দুষ্কৃতীরা কালি ছোঁড়ে। যে ঘটনার খবর পেতেই সাংসদের বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি দল। পুলিশের তরফে ওবেইসির বাড়ির নামের প্লেট থেকে কালি মুছে দেওয়ার কাজ করা হয়। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওবেইসি। পাশাপাশি সাংসদ লেখেন, তাঁর দিল্লির বাড়িতে যে কতবার হামলা চালানো হয়েছে, বর্তমানে সেই নম্বর তিনি ভুলে গিয়েছেন।
শুধু তাই নয়, দিল্লি পুলিশের নাকের ডগায় এসব কীর্তি হচ্ছে বারবার, অথচ দুষ্কৃতীদের পাকড়াও করতে তারা অসহায়তা প্রকাশ করছে বলে তোপ দাগেন আসাদউদ্দিন ওবেইসি। এরপরই অমিত শাহকে প্রশ্ন করেন ওবেইসি। অমিত শাহ নজরে কেন এসব পড়ছে না বলে প্রশ্ন করেন মিম সাংসদ। পাশাপাশি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার দিকেও প্রশ্ন ছুঁড়ে দেন হায়দরাবাদের জনপ্রতিনিধি। সাংসদরা কি নিরাপত্তা থেকে বঞ্ছিত হবেন বলে প্রশ্ন তোলেন ওবেইসি।
দেখুন কী লিখলেন ওবেইসি...
Some “unknown miscreants” vandalised my house with black ink today. I have now lost count the number of times my Delhi residence has targeted. When I asked @DelhiPolice officials how this was happening right under their nose, they expressed helplessness. @AmitShah this is… pic.twitter.com/LmOuXu6W63
— Asaduddin Owaisi (@asadowaisi) June 27, 2024
যদিও এসবে তিনি ভয় পান না। তাঁকে ভয় দেখানো যাবে না বলেও স্পষ্ট মন্তব্য করেন মিম প্রধান আসাদউদ্দিন ওবেইসি।