নতুন দিল্লি, ৪ নভেম্বর: দিল্লির (Dlehi) ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) হুমকি ফোন। আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার জন্য এয়ার ইন্ডিয়ার (Air India) দুটি বিমানের বিষয়ে হুমকি ফোন আসে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দরের। পুলিশ জানিয়েছে, যারা ফোন করেছিল তারা হুমকি দিয়েছে যে তারা দুটি বিমানকে ব্রিটেনের জাতীয় রাজধানীতে পৌঁছতে দেবে না। গোয়েন্দা তত্যের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে যে ফোন কলটি নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিসের পক্ষ থেকে করা হয়েছিল।
দিল্লি পুলিশের আধিকারিক রাজীব রঞ্জন বলেন, শিখস ফর জাস্টিস (এসএফজে) হুমকি দিয়েছে যে আগামীকাল লন্ডন যাওয়ার জন্য নির্ধারিত দুটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওড়াতে দেওয়া হবে না। এই তথ্য আমরা পেয়েছি। নিরাপত্তা জোরদার করা হয়েছে।" আরও পড়ুন: Pakistan: পাকিস্তানের করাচিতে হিন্দু মন্দিরে ভাঙচুর
তিনি আরও বলেন, "আমরা সুরক্ষা স্তর বাড়িয়েছি।বিমানবন্দর একটি সংবেদনশীল জায়গা। আমরা এই বিষয়ে সবার সঙ্গে যোগাযোগ রাখছি।"