বুধবার সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মিরাটে (Meerut)। একটি পরিত্যক্ত মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। শরীরে ছিল ধারালো অস্ত্রের একাধিক কোপ। ঘটনাটি ঘটেছে মাওয়ানা থানা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও মৃত ব্যক্তির বিরুদ্ধে নাকি থানায় একাধিক অভিযোগ দায়ের ছিল। পুলিশের গ্রেফতারি এড়াতে পালিয়ে বেরাচ্ছিল। ধটনার তদন্তে নেমেছে পুলিশ।
দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে
জানা যাচ্ছে, নবরাত্রির দিন সকালে মাওয়ানাতে একটি পরিত্যক্ত মাঠে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের দেহ দেখতে পায় এলাকাবাসীরা। যদিও স্থানীয়দের দাবি, মৃত যুবক ওই এলাকার নাকি বাসিন্দা নন। তাঁরাই খবর দেয় থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। যদিও কে বা কারা খুন করেছে তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গ্যাংওয়ারের কারণে মৃত্যু হয়েছে যুবকের।