মুম্বই, ৪ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি। রবিবার দুপুরে আমদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার জন্য মার্সিডিজে করে ফিরছিলেন সাইরাস। ফেরার পথে তাঁর গাড়ি মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটিতে চালকসহ মোট চারজন ছিলেন। সাইরাস মিস্ত্রী-র পাশাপাশি গাড়িতে থাকা আরও একজন নিহত হয়েছেন।
মুম্বই পুলিশ জানায়, বিকেল ৩.১৫ মিনিট নাগাদ সাইরাস মিস্ত্রি একটি মার্সিডিজ গাড়িতে আহমেদাবাদ থেকে মুম্বইয়ের উদ্দেশে যাচ্ছিলেন। মুম্বইয়ের কাছে এক রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি, তখনই দুর্ঘটনাটি ঘটে। আরও পড়ুন-গণেশ মন্দিরে ভজন চলাকালীন মৃত্যু হল অভিনেতা রবি শর্মার
দেখুন দুর্ঘটনাস্থলের ছবি
Photographs from the scene of the deadly accident at Palghar in which Cyrus Mistry was killed. pic.twitter.com/S7YvvHcSRE
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 4, 2022
দুর্ঘটনার পর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
দেখুন ভিডিও
The car in which Cyrus Mistry was traveling from Ahemdabad to Mumbai hit a divider. Four passengers in the car at the time of the accident. Two killed on the spot due to the accident. Two others shifted to a local hospital in Kasa of Palghar in Maharashtra. pic.twitter.com/e0tLum5OOj
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 4, 2022
সাইরাস মিস্ত্রি-র মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন টুইট
The untimely demise of Shri Cyrus Mistry is shocking. He was a promising business leader who believed in India’s economic prowess. His passing away is a big loss to the world of commerce and industry. Condolences to his family and friends. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) September 4, 2022
২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর টাটা বোর্ডে যোগ দেন সাইরাস মিস্ত্রী। এরপর ছ’বছর বাদে, ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা-র ইস্তফার পর সেই পদে আসেন সাইরাস।