বিজয়ওয়াড়া, ২৯ অক্টোবর: ঘূর্ণিঝড় মন্থার (Cyclone Montha) দাপটে টলমল অবস্থা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)। মঙ্গলবার সন্ধে ৭টা থেকে টানা ৩,৪ ঘণ্টা ধরে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হয় অন্ধ্রপ্রদেশে। সমুদ্র থেকে স্থলভাগে আছড়ে পড়ার সময় মন্থার গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ছিল। টানা ৩,৪ ঘণ্টা ধরে ল্যান্ডফলের পর মন্থা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এক নাগাড়ে শুরু হয় বৃষ্টি।
অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল কাজ শুরু করেছে। কোনও মানুষ যাতে বিপদে না পড়েন, তার চেষ্টা শুরু হয় এনডিআরএফ এবং এসডিআরএফের তরফে। তা সত্ত্বেও পরপর ২ জনের মৃত্যুর খবর মেলে বিপর্যয় কবলিত অন্ধ্রপ্রদেশ থেকে।
মন্থা গভীর নিম্নচাপে পরিণত হওয়ায়, অন্ধ্রপ্রদেশের উপকূলর্তী এলাকাগুলি ভেসে গিয়েছে। রাস্তাঘাট থেকে বাড়ি, ঘর প্রায় সব ভেঙেচুরে গিয়েছে। ফলে জলের তোড়ে যাতে আর কোনও বিপর্যয় না হয়, তার চেষ্টা চালানো হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্রশাসনের তরফে।
প্রসঙ্গত সাইক্লোন মন্থা মঙ্গলবার সন্ধ্যায় আছড়ে পড়ার পর কোনসীমায় ১ জনের মৃত্যু হয় গাছ উপড়ে পড়ে। গাছ ভেঙে বিপর্যয়ের মাঝে ২ জনের আহত হওয়ারও খবর মেলে। মঙ্গলবারের পর বুধবারও বিপর্যয়ের ঘেরাটোপে পড়ে ২ জনের প্রাণহানি হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: Cyclone Montha: সাইক্লোন মন্থা ভাসিয়ে নিয়ে গেল অন্ধ্রের শ্রীশৈলম, দেখুন ভিডিয়ো
দেখুন কীভাবে জলে ভেসে যাচ্ছে সবকিছু...
షాకింగ్ విజువల్స్
భారీ వర్షాలకు వాగులో కొట్టుకుపోయిన డీసీఎం
ఖమ్మం జిల్లా కొనిజర్ల మండలం జన్నారం వద్ద ఉన్న నిమ్మవాగులో డీసీఎం కొట్టుకపోవడంతో, గల్లంతైన డ్రైవర్ pic.twitter.com/xsLEQXDgbH
— Telugu Scribe (@TeluguScribe) October 29, 2025
অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী জানান, সাইক্লোন মন্থার দাপটে বহু ফসলের ক্ষতি হয়েছে। ধান নষ্ট হয়েছে ২০ হাজার একর জমির। অন্য ফসল নষ্টের প্রাথমিক হিসেবও মেলেনি এখনও পর্যন্ত।
মন্থা গভীর নিম্নচাপে পরিণত হতেই বিজয়ওয়াড়ায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে কেউ ঘর থেকে বেরোতে পারছেন না। সেই সঙ্গে বিজয়ওয়াড়ার নীচু এলাকাগুলি পুরো জলমগ্ন হয়ে পড়েছে। বিজয়ওয়াড়ার নীচু এলাকার বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। ফলে স্বাভাবিক জনজীবন একেবারে ব্যাহত।
অন্যদিকে বাপাটলা জেলাও ভাসতে শুরু করেছে। বাপাটলায় বন্যার জলে ফেঁসে যান ২০ জনের একটি দল। পুলিশের তরফে বুধবার তাঁদের উদ্ধার করা হয়েছে।