Cyclone Dana Update: ওডিশা ও বঙ্গ উপকূলে ডানা মেলে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় (Cyclone Dana)। সাইক্লোন ডানা-র ভয়াবহতার কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। উপকূলবর্তী অঞ্চল থেকে মানুষদের নিরাপদে সরাচ্ছে প্রশাসন। আগামী বৃহস্পতিবার ওডিশার পুরী ও বাংলার সাগরে আছড়ে পড়তে পারে ডানা। তার আগে ত্রান ও উদ্ধারকাজ পরিকল্পনায় ঝাঁপিয়েছে প্রশাসন। ডানা ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে আগামী তিন দিন পর্ব উপকূলীয় রেলওয়ে বা ECO- শাখার শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে আছে হাওড়া-সেকেন্দ্রেবাদ ফলকনামা এক্সপ্রেস। বুধবার থেকে পুরীর বেশীরভাগ ট্রেন বাতিল করা হয়েছে।
দেখুন ঘূর্ণিঝড় ডানার জন্য কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে
ECoR cancels as many as 135 trains in view of #Cyclone Dana alert pic.twitter.com/mA1cAgWxRD
— Sujit Bisoyi (@bisoyisujit87) October 22, 2024
আগামী বৃহস্পতিবার রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ডানার 'ল্যান্ডফল' হবে। ঝড়ের গতবেশ থাকবে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ইতিমধ্যেই উত্তাল চেহারা নিয়েছে পুরীর সমুদ্র। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধবারের আগেই পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দু'দিনের মধ্যেই এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। ২৪ অক্টোবর রাতে ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ডানার 'ল্যান্ডফল' হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতায়। এই পরিস্থিতিতে নবান্নের তরফে রাজ্যের ওই ৯ জেলার সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ২৩ অক্টোবর বুধবার থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি বুধ থেকে শনি পর্যন্ত ৯ জেলার সব কলেজেও ক্লাস বন্ধ থাকবে