নতুন দিল্লি, ৩ অক্টোবর; রাজস্থানের ভরতপুরে কলসেন্টারের মত অফিস বানিয়ে চলত জাল পর্ন ভিডিও বানানোর কাজ। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ছবি, ভিডিও জোগাড় করে উন্নত সফটওয়ার ব্যবহার করে প্রথম বানানো হত পর্ন ক্লিপ, তারপর সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা হত। ২৩ বছরের এক যুবককে এমন কুকীর্তির জন্য ফাঁদ পেতে গ্রেফতার করল দিল্লির সাইবার পুলিশ।
দিল্লির বেশ কয়েকজন তরুণ-তরুণীকে এভাবে ফাঁসিয়ে মোটা টাকা হাতায় ধৃত ২৩ বছরের যুবক। রীতিমত ফাঁদ পেতে ব্ল্যাকমেলের টাকা দিতে যাওয়ার নাম করে অপরাধীকে ধরে পুলিস। এই চক্রের পিছনে আরও কারা আছে তা তদন্ত করে দেখছে পুলিশ। আরও পড়ুন-মঞ্চে উঠে বিজেপি নেতাকে প্রণাম করছে মদ্যপ, দেখুন ভিডিও
দেখুন টুইট
Delhi | Staff of Cyber Police station of Outer District busted a case of cyber fraud & arrested a 23-year-old accused from Bharatpur, Rajasthan involved in sexual extortion fraud. Accused used to extort money after making morphed pornographic videos of victims on social media
— ANI (@ANI) October 3, 2022
তবে শুধু পর্ন ভিডিও বানানোর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা চাওয়া নয়, এই অফিসে সাইবার অপরাধের আরও বেশ কিছু কাজ হত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে। ভুয়ো ক্রেডিট কার্ড ইস্যু করা, সাইবার অপরাধের জন্য ওটিপি জেনারেল করাও হত এখান থেকে।