প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ দেশজুড়ে সাইবার ক্রাইমের (Cyber Crime) ঘটনা নতুন নয়। প্রায়ই শিরোনাম দখল করে থাকে অনলাইন আর্থিক জালিয়াতির খবর। আর এ বার এই ঘটনার শিকার হলেন অভিনেতা মহম্মদ ইকবাল। অনলাইনে (Online) ডাক্তারের (Doctor) অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে ৭৭ হাজার টাকা খোয়ালেন অভিনেতা। ঘটনায় দাদার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, গুগলে (Google) একটি ফোন নম্বর খুঁজে পেয়েছিলেন তিনি। ডাক্তারের (Doctor)  অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেই নম্বরে ফোন করেন। এক ব্যক্তির সঙ্গে কথা হয় তাঁর। ওপারে থাকা ব্যক্তি জানান অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ১০ টাকা পাঠাতে হবে। তার জন্য একটি লিঙ্ক পাঠান তিনি। তবে সে লিঙ্কের সাহায্যে টাকা পাঠাতে পারেননি অভিনেতা। এই ঘটনার চারদিন পর তিনি একটি মেসেজ পান। সেই মেসেজে তিনি দেখেন তাঁর ব্যাঙ্ক থেকে ৭৭ হাজার টাকা গায়েব। সঙ্গে-সঙ্গে সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন তিনি। সঙ্গে ব্যাঙ্কের ম্যানেজারকেও ঘটনাটি জানান। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির (আইপিসি)৪২০ (প্রতারণা) এবং তথ্য প্রযুক্তি আইন সহ প্রাসঙ্গিক ধারায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।