
সম্প্রতি ছত্তিশগড়ে (Chhattisgarh) বড়সড় মাওবাদী নিকেশ অভিযান সফলভাবে করেছে সিআরপিএফ জওয়ানরা। লালদূর্গ হিসেবে পরিচিত কুরেগোত্তালু পাহাড় থেকে চিরতরে মাওবাদীদের হটিয়ে দিয়েছেন জওয়ানরা। এখন সেখানে উড়ছে তেরঙ্গা। এই অভিযান অনান্য জওয়ানদের পাশাপাশি স্নিফার ডগ কে-নাইন রোলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু অভিযান সেরে ফেরার পথে ২০০টি মৌমাছির দংশনে অসুস্ছ হয়ে পড়েছিল সে। তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার পর সমতলে এসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যানাফিলিকটিক শকের কারণে মৃত্যু হয় তাঁর। রোলোর মৃত্যুতে শোকস্তব্ধ সুকমা জেলার ২২৮ ব্যাটেলিয়ানের জওয়ানরা, তাঁর হ্যা্ন্ডেলার, কনস্টেবল শুভম গজানন।
মৌমাছির দংশনে মৃত্যু কে-নাইন রোলোর
জানা যাচ্ছে, গত ২৭ এপ্রিল অভিযান থেকে ফেরার সময় রোলোকে মৌমাছির ঝাঁক তাঁরা করে। এই হামলায় সবমিলিয়ে ২০০ বা্র মৌমাছিরা রোলোকে দংশন করে। আহত হয় তাঁর হ্যান্ডেলার শুভমও। ঘটনাস্থলেই তাঁকে রোলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর ক্যাম্পে নিয়ে এসেও চিকিৎসা করা হয়। গত বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রোলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তথনই মৃত্যু হয় বছর দুয়েকের এই স্নিফার ডগের। শুক্রবার রোলোর শেষকৃত্য সম্পন্ন হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা তাঁকে দেওয়া হয়। এবং রোলোর বীরত্বের জন্য দেওয়া হবে মরোণোত্তর মেডেল।
দেখুন ভিডিয়ো
#WATCH | CRPF personnel conduct last rites of K9 Rolo of 228 Bn in Sukma district of Chhattisgarh. The 2-year-old Rolo was declared dead on 27 April 2025, with the cause of death being anaphylactic shock following 200 bee stings.
Rolo and her handler were attacked by a swarm of… pic.twitter.com/qepVCLmcz9
— ANI (@ANI) May 16, 2025
#WATCH | Earlier video of the 2-year-old K9 Rolo of 228 Battalion of CRPF in action
Canine warrior Rolo was declared dead on 27th April 2025, with the cause of death being anaphylactic shock following 200 bee stings. Rolo and her handler were attacked by a swarm of honey bees… pic.twitter.com/r7Ja0ioUDp
— ANI (@ANI) May 16, 2025
সাহসী ছিল রোলো
জানা যাচ্ছে, কুরেগোত্তালু পাহাড়ে পদে পদে ছিল বিপদ। কিন্তু রোলো সাহসিকতার সঙ্গে একাধিক বিস্ফোরক শনাক্ত করেছে। এছাড়া কোথাও কোনও সন্দেহজনক কিছু পেলেই সতর্ক করে দিত সতীর্থ জওয়ানদের। যার ফলে এই অভিযানে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জওয়ান শুভম গজানন বলেন, “রোলো খুব সাহসী ছিল। অল্প সময়ের মধ্যেই সে চমৎকার কাজ করে সকলকে মুগ্ধ করে দিয়েছে। ওঁর জন্যই এই অভিযানে অনেক সময় আমরা বড়সড় হামলা থেকে বেঁচেছি”।