Representational image (File Photo)

চন্দরপুর: ক্ষমতা দখলের রেষারেষিতে নৃংশসভাবে প্রাণ হারাল এক দুষ্কৃতী (Criminal)। দীর্ঘদিনের শত্রুতার জেরে তাকে খুন করে কাঠামুণ্ডু দিয়ে ফুটবল (Head) খেলল বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) দুর্গাপুর (Durgapur) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সী মৃত মহেশ মেসরামের নামে ২০টির বেশি মামলা আছে। স্থানীয় এলাকাতেই তাই তাকে অনেকে ভয় পান। সম্প্রতি জেল থেকে বেরোনোর পর ফের দাদাগিরি দেখানোর চেষ্টা করছিল মহেশ। সোমবার সন্ধ্যায় মেশরাম তার কয়েকজন বন্ধুকে নিয়ে দুর্গাপুর রোডে অবস্থিত ইমলি বিয়ার বারে গেছিল। মদ্যপান শেষ হলে রাত ১০ নাগাদ ওই বার থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল মেশরাম। বার থেকে বেরিয়ে নিজের গাড়ির দরজা খুলে মেশরাম যখন ভেতরে উঠতে যাবেন তখন আট জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে একাধিক ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। মেশরাম বাধা দেওয়ার করলেও সফল হয়নি।

বেশ কিছুক্ষণ মারামারি চলার পর একসময়ে মেশারামের মুন্ডু কেটে তা দিয়ে প্রকাশ্য রাস্তাতেই ফুটবল খেলত লাগে দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ভাগীরথী ঠাকুর ও শুভঙম মালিয়া নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  পরে গোপন খবরের ভিত্তিতে আরও আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়ার্ধা জেলায় পলিয়ে থাকা অতুল আলোয়ার, দীপক খোবরাগাড়ে, সিদ্ধার্থ বানসোদ, সান্দেশ চোখেন্দ্র, সুরজ সারে, সাহেবরাও মালিয়, অজয় দুপারে ও প্রমোদ সর্যূবংশীকে গ্রেফতার করে পুলিশ।