COVID 19 Vaccines: কোভিডের টিকা অল্প বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি কমিয়েছে, বলছে গবেষণা
Covid Vaccine (Photo Credits: Pixabay)

দিল্লি, ২১ নভেম্বর:  কোভিডের টিকা অল্প বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি কমিয়েছে। সম্প্রতি আইসিএমআরের একটি সমীক্ষায় এমনই রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দেখা যায়, কোভিড ১৯-এর টিকা ভারতে অল্প বয়সীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি কমিয়ে দিয়েছে। কোভিড টিকার যে কোনও একটি ডোজ নিলে, তা তরুণ প্রজন্মের মধ্যে মৃত্যুর ঝুঁকি অতিরিক্ত মাত্রায় কমিয়ে দিচ্ছে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিএমআর এই গবেষণা চালায়। সেই গবেষণার মাধ্যমেই প্রকাশ্যে আসে, ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মৃত্যু হচ্ছে। কী কারণে তাঁদের মৃত্যু হচ্ছে, সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। এরপরই দেখা যায়, যাঁরা কোভিড রোধক টিকা নিয়েছেন, তাঁদের মৃত্যুর ঝুঁকি কমে যায়।

প্রসঙ্গত ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত কোভিডের জেরে গোটা বিশ্ব তোলপাড় হয়ে যায়। কোভিডের জেরে ভারত থেকে আমেরিকা, প্যারিস, সর্বত্র কোভিড থাবা বসায়। যা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয় লকডাউন। করোনার জেরে প্রায় স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ফলে গোটা বিশ্ব জুড়ে ছড়ায় আতঙ্ক। ২০২১ সালের পর থেকে ক্রমশ কমতে শুরু করে কোভিডের থাবা। ফলে লকডাউনও উঠতে শুরু করে।