আজ থেকে দেশজুড়ে ১৮ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ (Booster Dose) দেওয়া শুরু হল। বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে এই বুস্টার পাওয়া যাবে। বেসরকারি টিকাকরণ কেন্দ্রে কোভিশিল্ড (Coviheild) ও কোভ্যাক্সিন (Covaxin) টিকার বুস্টার ডোজ নিলে ২২৫ টাকা দিতে হবে। সঙ্গে যোগ হবে ট্যাক্স। এছাড়াও ১৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
ANI-র টুইট:
Delhi | Precaution doses available to 18+ population group at private vaccination centres from today. Visuals from a vaccination centre in Tilak Nagar. pic.twitter.com/uGfIlSSENZ
— ANI (@ANI) April 10, 2022
Delhi | Precaution doses available to 18+ population group at private vaccination centres from today. Visuals from the vaccination centre at Manipal Hospital. pic.twitter.com/ysE78FVIg9
— ANI (@ANI) April 10, 2022