মুম্বই মিরর ও পুনে মিরর (Photo Credits: Facebook)

মুম্বই, ৫ ডিসেম্বর: আর্থিক সংকটের খাঁড়া, বন্ধ হয়ে যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার “পুনে মিরর” (Pune Mirror) এডিশন। এবং একই সঙ্গে সাপ্তাহিক হয়ে যাচ্ছে “মুম্বই মিরর” সংবাদপত্র। তবে প্রিন্ট না থাকলেও ডিজিটাল মাধ্যমে প্রতিদিনই অনলাইন থাকবে “পুনে মিরর” ও “মুম্বই মিরর”। ২০০৫-এ প্রথম “মুম্বই মিরর” প্রকাশিত হয়েছিল। এরপরে ধীরে ধীরে পুনে, আমেদাবাদ, ও বেঙ্গালুরু থেকেও এর এডিশন প্রকাশ হওয়া শুরু করে। জানা গিয়েছে মহামারী কোভিডের কল্যাণে যে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে তার জেরেই “পুনে মিরর” পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট হতেই সংবাদপত্রের পাঠকরা খুবই দুঃখ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই তাঁরা দুঃখ প্রকাশ করছেন। আরও পড়ুন-Justin Trudeau: ‘পৃথিবীর যে কোনও শান্তিপূর্ণ আন্দোলনে কানাডার সমর্থন রয়েছে’, মোদি সরকার নয় কৃষকদের পাশেই জাস্টিন ট্রুডো

টাইমস গ্রুপের তরফে জানানো হয়েছে, করোনাকালে আর্থিক ক্ষতির মুখে পড়া সমস্ত সংস্থার একেবারে পুরোভাগে রয়েছে সংবাদমাধ্যম। বিশেষ করে সংবাদপত্র সংস্থা। লকডাউনের জেরে রাজস্ব প্রায় তলানিতে এসে ঠেকেছে। এদিন নিউজ প্রিন্টের যা দাম সেই দামের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকা প্রায় মুশকিল হয়ে পড়ায় বাধ্য হয়েই মুদ্রণ সংস্করণ বন্দ করে দেওয়া হচ্ছে। গত কয়েকমাস ধরে চুলচেরা বিচার বিশ্লেষণ ও দীর্ঘ আলাপ আলোচনার পর শেষপর্যন্ত পত্রিকার সংস্করণ বন্ধ করার মতো বেদনাদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।


আপনি এটাও পছন্দ করতে পারেন

COVID 19-এর জেরে পড়ুয়াদের উপর চাপ কমানোর চেষ্টা! ক্লাস টেনের পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলি সরিয়ে দিল NCERT

Pakistan: পাকিস্তানে সঙ্কট, আটার বস্তা ছিনতাই, পদপিষ্ট হয়ে আহত বহু

Pakistan: ২৪ ঘণ্টা গ্যাস সরবারহ অসম্ভব, পাকিস্তানে জটিল হচ্ছে অর্থনৈতিক সঙ্কট

Pakistan Economic Crisis: আচমকাই মার্কিন সফর বাতিল পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দারের

Pakistan Economic Crisis: 'ঘুমোতে পারছি না', অর্থনৈতিক সঙ্কটে দুঃস্বপ্ন দেখছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ

Pakistan Economic Crisis: পাকিস্তানে চরমে সঙ্কট, আটা সংগ্রহের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু, বাড়ছে বিক্ষোভ

Srilanka Economic Crisis: IMF দিচ্ছে ২.৯ বিলিয়ন ডলার, আর্থিক সঙ্কট কাটছে শ্রীলঙ্কার, জানালেন সেন্ট্রাল ব্য়াঙ্কের গর্ভনর

Silicon Valley Bank Collapse: সিলিকন ভ্যালি ব্যাঙ্ক বিপর্যয়ে কর্মহারা হতে পারেন ১ লক্ষ মানুষ, প্রভাব পড়বে ১ ০ হাজার স্টার্টআপ