Kirron Kher : ক্যানসারের চিকিৎসার মাঝেই কোভিড রোগীদের চিকিৎসায় ১ কোটির অনুদান কিরণ খেরের
কিরণ খের, ছবি ট্যুইটার

মুম্বই, ২৭ এপ্রিল : ক্যানসারে আক্রান্ত কিরণ খের (Kirron Kher)। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা চলছে কিরণের। চিকিৎসা চলাকালীন অবস্থাতেই এবার চন্ডীগড়ের মানুষের জন্য ১ কোটি অনুদান দিলেন কিরণ। সাংসদ কোটার  তহবিল থেকেই কিরণ খের ওই টাকা কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ব্যবস্থা করেন বলে জানা যায়।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে ওই খবর জানান কিরণ খের নিজে। চন্ডীগড়ের বিভিন্ন সরকারি হাসপাতালে যাতে ভেন্টিলেটর কিনে কোভিড (COVID 19) রোগীদের চিকিৎসা করা যায়, তার জন্যই ওই বিপুল অর্থে ব্যবস্থা করেন বিজেপির এই সাংসদ।

 

সম্প্রতি ক্যানসার ধরা পড়ে কিরণ খেরের। অনুপম খের (Anupam Kher) নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর প্রকাশ করেন। শুধু তাই নয়, এই কঠিন সময়ে ঈশ্বর তাঁর সহায়। এই কঠিন সময় তিনি সহজেই পার করে করতে পারবেন বলে জানান অনুপম খের।