দিল্লি, ১৩ এপ্রিল: দেশ জুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনা (Corona)। মঙ্গলবারের তুলনায় বুধবার এক ধাক্কায় দেশ জুড়ে সংক্রমণ বাড়ল দ্বিগুন। গত ২৪ ঘণ্টায় গোটা ভারত জুড়ে করোনায় (COVID 19) আক্রান্ত হন ১০,১৫৮ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৪,৯৯৮ জন। ফলে মুম্বইতে যেমন বিমএস হাসপাতাল এবং সেখানকার কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি দিল্লি এইমসেও প্রত্যেককে সুরক্ষা বজায় রেখে চলতে হবে। মাস্ক পরতে হবে এইমস চত্ত্বরে বলে জানানো হয়েছে। তবে ভারতবর্ষে করোনা বর্তমানে স্থানীয় অসুখে পরিণত হচ্ছে। আগামী ১০ দিন সংক্রমণ বাড়লেও, তারপর কোভিড ক্রমশ কমতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Covishield: করোনা বাড়তেই ৯০ দিনে ৭ মিলিয়ন কোভিশিল্ড তৈরি করবেন, জানালেন পুনাওয়ালা
Covid-19 | India reports 10,158 new cases in last 24 hours; the active caseload stands at 44,998
(Representative Image) pic.twitter.com/yS0pdGdjbf
— ANI (@ANI) April 13, 2023
এদিকে করোনা সংক্রমণ ফের নতুন করে বাড়তে শুরু করায়, সেরাম ইনস্টিটিউট নতুন করে কোভিশিল্ড তৈরি করবে বলে জানান আদর পুনাওয়ালা। আগামী ৯০ দিনের মধ্যে সেরাম ৬-৭ মিলিয়ন করোনার টিকা কোভিডশিল্ড তৈরির প্রস্তুতি নিয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থার কর্ণধরের তরফে জানানো হয়।