Corona (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ নভেম্বর: গত ৩১ মাসে এই প্রথম ভারতে করোনা ভাইরাসের কারণে কেউ মারা গেলেন না। ২০২০ সালের মার্চ থেকে প্রতিদিন ভারতে করোনার কারণে মৃত্যু থামল। সেটা থামল ৭ নভেম্বর, ২০২২-এ এসে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার কারণে কারও মৃত্যু হয়নি বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সরকারী হিসেবে করোনার কারণে দেশে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন মারা গিয়েছেন।

করোনার কারণে ভারতে প্রথম মৃত্যু হয় কর্ণাটকের কালাবুরাগিতে। কর্ণাটকের ৭৬ বছরের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হওয়ার দু'দিনের মধ্যে মারা গিয়েছিলেন। ভারতের প্রথম করোনায় মৃত্যুর দিন দৈনিক সংক্রমণ ছিল ৫৪০ জন। আরও পড়ুন-মেক্সিকো বিমানবন্দরের কর্মীদের সঙ্গে হাতাহাতিতে এক মহিলা যাত্রীর, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

করোনায় এখন দৈনিক সংক্রমণ ৬২৫। দেশে কোভিডে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ২১ জনে নেমে দাঁড়িয়েছে।