COVID 19 (Photo Credit: ANI)

দিল্লি, ২৫ ডিসেম্বর: কোভিড (COVID 19) সংক্রমণের মাত্রা বাড়ছে ভারতে (India)। বর্তমানে গোটা দেশে করোনা সংক্রমণ ৪ হাজার পার করেছে বলে খবর। কেরলে নতুন করে সংক্রমণ ধরা পড়ার পর থেকেই গোটা দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে খবর। গত ২৪ ঘণ্টায় গোটা ভারত জুড়ে ৪,০৫৪ সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর।  সোমবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে যে তথ্য প্রকাশ পায় কোভিড সংক্রমণ নিয়ে, তা দিয়েই এই পরিসংখ্যান। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৩১৫ জন নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন বলে খবর।  কেরলে JN.1 , ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর থেকে আতঙ্ক ক্রমশ বাড়ছে বলে খবর।

এদিকে কেরলের (Kerala) পর মহারাষ্ট্রের (Maharashtra) থানেতেও ধরা পড়ে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1 এর সংক্রমণ। মহারাষ্ট্রে মোট ৫ জনের শরীরে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট ধরা পড়েছে বলে খবর। সংক্রমিতদের মধ্যে একজন মহিলা।  তবে আক্রান্তদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি বলে খবর।