কড়া নিয়ম দিল্লিতে

দিল্লি, ৭মে: অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং তেলাঙ্গানায় (Telangana) মিলেছে অন্ধ্র ভ্যারিয়েন্ট। তার জেরেই কপাল ভাঁজ পড়তে শুরু করেছে চিকিৎসকদের। অন্ধ্র ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী এবং প্রাণঘাতী। সেই কারণে এবার অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানা থেকে যাঁরা আসবেন দিল্লিতে, তাঁদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। সরকারিভাবেই থাকতে হবে কোয়ারেন্টিনে। এমনই জানানো হয়েছে দিল্লি সরকারের তরফে।

অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানায় নতুন করে করোনার (COVID 19) প্রকোপ বাড়তে শুরু করেছে। সেই কারণেই দক্ষিণের ওই রাজ্য থেকে যাঁরা রাজধানী শহরে আসবেন, প্রত্যেককে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে (Quarantine) থাকতে হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Jacqueline Fernandez: করোনাকালে অসহায়দের খাবার যোগাচ্ছেন জ্যাকলিন

বিমান হোক বা ট্রেন (Train), ট্রাক, যেভাবেই দক্ষিণের রাজ্য থেকে আসুন না কেন, সরকারিভাবে নিভৃতাবাসে থাকতেই হবে প্রত্য়েককে। পাশাপাশি যাঁরা ভ্যাকসিনের (Vaccine) ২টি করো ডোজ নিয়েছেন এবং সঙ্গে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে দিল্লিতে আসবেন, তাঁরা বাড়িতে ৭ দিনে জন্য কোয়ারেন্টিনে থাকবেন বলে জানানো হয়েছে কেজরিওয়াল সরকারের তরফে।