নতুন দিল্লি, ১২ জানুয়ারি: চলতি সপ্তাহেই দিল্লিতে করোনা সংক্রমণ তুঙ্গে উঠতে পারে। এমন আশঙ্কার কথা বলছিলেন বিশেষজ্ঞরা। এবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আশার কথা শোনালেন। সত্যেন্দ্র জৈন বললেন, মুম্বইয়ে কোভিড কেসের সংখ্যা কমে আসছে। ক দিনের মধ্যে দিল্লিতেও কমে যাবে। প্রসঙ্গত, টানা চারদিন মুম্বইতে করোনার গ্রাফ নিম্নমুখি। যদিও মায়ানগরীতে দৈনিক ১১ হাজার ৬৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এটাও ঠিক মুম্বইয়ে করোনা পরীক্ষার সংখ্যাও কমে গিয়েছে। দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২১,২৫৯ জন। চলতি সপ্তাহেই দেশের রাজধানীতে কোভিড সংক্রমণ তুঙ্গে উঠবে বলে মনে করা হচ্ছে।
দেখুন টুইট
COVID-19 cases have started coming down in Mumbai, we will soon see the same trend in Delhi: Health minister Satyendra Jain
— Press Trust of India (@PTI_News) January 12, 2022
এদিকে বাঁধ ভাঙা সংক্রমণের মুখে বেহাল গোটা দেশ। মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনায় (Coronavirus Cases In India) আক্রান্ত হলেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। একই দিনে করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন ৬০ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৪৪২ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগী ৯ লাখ ৫৫ হাজার ৩১৯ জন। আরও পড়ুন: সুস্থ হয়ে উঠুন করোনা আক্রান্ত লতাজি, টুইটে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে, ফের বাংলায় বাড়ল করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে (West Bengal) নতুন করে আক্রান্ত হন ২১,০৯৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি রাজ্যে আজ মৃত্যু হয় ২১ জনের। অন্যদিকে রাজ্যে আজ পজিটিভি রেট বেড়ে দাঁড়াল ৩২.৩৫ শতাংশ।