ফের পঞ্জাব (Punjab) থেকে উদ্ধার বিপুল পরিমাণের মাদক, অস্ত্র ও নগদ টাকা। শুক্রবার অমৃতসরের ভারত-পাকিস্তানের সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে ৬ লক্ষ ভারতীয় টাকা, ১ কেজি হেরোইন এবং ৬টি অত্যাধুনিক বন্দুক। এই অভিযানে ৫ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই ভারতীয় নাগরিক বলে জানা যাচ্ছে। এর আগেও গত বুধবার পঞ্জাবের কালান্দার গ্রাম থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র। দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রেফতার ৫ পাচারকারী
জানা যাচ্ছে, একটি পাকিস্তান ভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে এদেশে মাদক ও অস্ত্র সীমান্তের মাধ্যমে পাচার করানো হচ্ছে। এদিন সেই চক্রেরই ৫ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি গ্লক ও পাঁচটি পিএক্সফাইভ পিস্তল। ধৃতদের থেকে একাধিক সন্দেহজনক নথিপত্রও পাওয়া গিয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তাঁরা কোন চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রমাণসহ অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করে বিএসএফ
পুলিশসূত্রে খবর, সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলে বিএসএফ। পরে তাঁদের মাদক, অস্ত্র ও টাকা সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় বাড়ানো হল নজরদারি।