Coronavirus Death Toll In India: করোনাভাইরাসে মৃত বেড়ে ৬, পটনার এইমসে মৃত্যু এক ব্যক্তির

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। শনিবার সকালে বিহারের পটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর কাতার যাওয়ার রেকর্ড রয়েছে। মৃতের নাম সইফ আলি। তিনি মুঙ্গরের বাসিন্দা। পটনায় আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি নলন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

করোনাভাইরাস (Photo Credit: IANS)

পটনা, ২২ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হল। শনিবার সকালে বিহারের পটনার (Patna) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS)  এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর কাতার (Qatar) যাওয়ার রেকর্ড রয়েছে। মৃতের নাম সইফ আলি। তিনি মুঙ্গরের বাসিন্দা। পটনায় আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি নলন্দা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আজ সকালেই দেশে করোনাভাইরাসে আক্রান্ত পঞ্চম মৃত্যুর (Fifth Death) খবর পাওয়া যায়। শনিবার রাতে মহারাষ্ট্রে (Maharashtra) ৬৩ বছরের বৃদ্ধের মৃত্যু হয়। এই রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২। মৃত বহুদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং ইস্কেমিক হৃদরোগে ভুগছিলেন।  তিনি ২১ মার্চ থেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে জার্মানি থেকে ফেরা ৭০ বছরের পাঞ্জাবের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন তিনি। পঞ্জাবের নওয়ানশহরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। প্রচণ্ড বুকে ব্যাথার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর শরীর থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাতে মিলেছে করোনা ভাইরাস। এর আগে কর্নাটক, দিল্লি, মহারাষ্ট্রে তিনজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪১ জন। মহারাষ্ট্রে এইমুহূর্তে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। সেখনে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪। আজ আরও ১০ জনের শরীরে মারণ ভাইরাস পাওয়া যায়। অন্যদিকে কেরালায় আক্রান্তের সংখ্যা ৫৫। আরও পড়ুন: Coronavirus Death Toll in India Rises: করোনা আক্রান্তে ভারতে পঞ্চম মৃত্যু, মৃত মুম্বইয়ের বাসিন্দা

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা 'জনতা কার্ফু'-তে প্রয়োজনীয় জিনিস এবং পরিষেবাগুলির ব্যবসা ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থা ব্যতীত অন্য সমস্ত আজ বন্ধ থাকবে। সারা দেশে পরিবহন ক্ষতিগ্রস্ত হবে। রেলপথ জানিয়েছে, দূরপাল্লা বা শহরতলির কোনও ট্রেন চলাচল করবে না, তবে ইতিমধ্যে যেগুলি চলছে তারা দিনের বেলা থামানো হবে না। ইন্ডিগো এবং গোএয়ার সহ বেশ কয়েকটি এয়ারলাইন জানিয়েছে তারা হয় ন্যূনতম সামর্থ্যে পরিচালনা করবে বা সমস্ত বিমান বাতিল করবে। দিল্লি, বেঙ্গালুরু এবং অন্যান্য শহরে কোনও মেট্রো ট্রেন চলবে না।