নতুন দিল্লি, ১৮ আগস্ট: সোমবার সারাদিনে দেশে করোনায় আক্রান্ত হলেন (COVID-19 Cases In India) ৫৫ হাজার ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৮৭৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত এখন ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ১৬৬ জন এখন সংক্রামিত রয়েছেন। ১৯ লাখ ৭৭ হাজার ৭৮০ জন ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ভারতে করোনায় মৃত্যু মিছিলে শামিল ৫১ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৮.৯৭ লাখ করোনা টেস্ট হয়েছে। টেস্টের সংখ্যা বাড়ায় দেশে করোনা পজিটিভের হার ৮.৮১ শতাংশ হয়েছে। যেখানে দেশে সপ্তাহে গড়ে সংক্রামিত হচ্ছে ৮.৮৪ শতাংশ মানুষ। আরও পড়ুন-Global COVID-19 Cases: বিশ্বে করোনার গ্রাসে ২ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৫৯৭ জন, মৃত্যু মিছিলে শামিল ৭,৭২, ৭৮২ জন
সোমবার সারাদিনে করোনায় আক্রান্ত ৫৫ হাজার ৭৯ জন
Spike of 55,079 cases and 876 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally in the country rises to 27,02,743 including 6,73,166 active cases, 19,77,780 discharged/migrated & 51,797 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/Sxky8lb11G
— ANI (@ANI) August 18, 2020
আইসিএমআর-এর তথ্য বলছে দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪টি নমুনার করোনা টেস্ট হয়েছে। গতকাল সোমবারে শুধুমাত্র ৮ লাখ ৯৯ হাজার ৮৬৪ জনের করোনা টেস্ট হয়েছে। বিশ্বের মধ্যে তৃতীয় করোনা বিধ্বস্ত দেশ হল ভারত। বিশ্বজুড়ে হু হু করে ছড়াচ্ছে মহামারী করোনাভাইরাসের (Global COVID-19 Cases) সংক্রমণ। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হলেন ২ কোটি ১৮ লক্ষ ১৪ হাজার ৫৯৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু মিছিলে শামিল ৭ লক্ষ ৭২ হাজার ৭৮২ জন। এই মুহূর্তে করোনার মৃত্যু মিছিলের সর্বাগ্রে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনার মোট বলি ১ লক্ষ ৭০ হাজার ৪৯১ জন। মার্কিন মুলুকে মোট করোনায় আক্রান্ত ৫৪ লক্ষ ৩৭ হাজার ৯৬৯ জন। ৩৩ লক্ষ ৫৯ হজার ৫৭০ জন আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় করোনা বিধ্বস্ত দেশ ব্রাজিল।
এদিকে ৯ লক্ষ ২৫ হাজার ৫৫৮ জন করোনা আক্রান্ত রয়েছে রাশিয়ায়। ৫ লক্ষ ৮৯ হাজার ৮৮৬ জন করোনা আক্রান্ত রয়েছে দক্ষিণ আফ্রিকায়। পেরুতে করোনা আক্রান্ত ৫ লক্ষ ৩৫ হাজার ৯৪৬ জন। মেক্সিকোতে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ২৫ হাজার ৭৩৩ জন। কলম্বিয়াতে মোট করোনা আক্রান্ত ৪ লক্ষ ৬৮ হাজার ৩৩২ জন। টিলিতে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৮৭ হাজার ৫০২ জন। স্পেনে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৫৯ হাজার ৮২ জন। ইরানে ৩ লক্ষ ৪৫ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত। ইউরোপে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ২১ হাজার ৬০ জন। সৌদি আরবে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৯৯ হাজার ৯১৪ জন। আর্জেন্টিনায় ২ লক্ষ ৯৯ হাজার ১২৬ জন করোনার গ্রাসে। পাকিস্তানে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৮৯ হাজার ২১৫ জন।