Cop Dies In Sleep After Office Roof Collapses Amid Heavy Rain In Ghaziabad (Photo Credits: X)

নয়াদিল্লি, ২৫ মেঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চল। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঝড়ের তাণ্ডব। শনিবার রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে গাজিয়াবাদের এক থানায় সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। মুষলধারে বৃষ্টির মধ্যে ভেঙে পড়ে থানার ছাদের একাংশ। ঘুমন্ত অবস্থায় ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।

জানা যাচ্ছে, শনিবার রাতে ভারী ঝড়-বৃষ্টির মধ্যে গাজিয়াবাদের অঙ্কুর বিহারে সহকারী পুলিশ কমিশনারের অফিসের ছাদের একটি অংশ ভেঙে পড়েছে। নিহত সাব-ইন্সপেক্টরের নাম বীরেন্দ্র মিশ্র, বয়স ৫৮। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির মধ্যে রাতে অফিসেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। গভীর রাতে তাঁর ঘুমন্ত অবস্থাতেই থানার ছাদ ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সাব-ইন্সপেক্টর বীরেন্দ্র মিশ্র। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

থানার ছাদ ভেঙে সাব-ইন্সপেক্টরের মৃত্যুঃ

শনিবার রাত থেকে দিল্লি এবং এনসিআরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রবিবার ভোর থেকে ঝড়-বৃষ্টি আরও বাড়ে। ভারী বৃষ্টির মধ্যে জাতীয় রাজধানী প্লাবিত হয়েছে। যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ঝড়ের ণ্ডবে উপড়ে পড়েছে বহু গাছও। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। দিল্লি বিমানবন্দর থেকে একশোর বেশি বিমান ওঠানামায় দেরি হয়েছে।