কলকাতাঃ একসময় ফরওয়ার্ড ব্লকের দুর্গ হিসেবেই পরিচিত ছিল কোচবিহার। তবে ধীরে-ধীরে এই কেন্দ্রেরও হাওয়া বদল হয়। এই কেন্দ্রের বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। কোচবিহার লোকসভা কেন্দ্র মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। যার মধ্যে রয়েছে শীতলকুচি, নাটাবাড়ি,দিনহাটা, সিতাই, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ ও মাথাভাঙা। এই কেন্দ্রের ভোটগ্রহণ (Lok Sabha Election 2024 হয়ে গিয়েছে ১৯ শে এপ্রিল। এ বারের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনীয়া। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে নিশীথ প্রামাণিককেই। ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন নিতীশ চন্দ্র রায়। আর কংগ্রেস টিকিট দিয়েছে পিয়া রায় চৌধুরীকে।
১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত কংগ্রেস দখল করে কোচবিহার। এরপরই পালা বদল হয় এই কেন্দ্রে। ২০০৯ সাল থেকে ২০১৯, টানা ১০ বছর এই কেন্দ্র ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথম গেরুয়া আবির ওড়ে এই কেন্দ্রে। বিজেপির টিকিটে ৭ লক্ষ ৩১ হাজার ৫৯৪ ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের পরেশ অধিকারী। তিনি পেয়েছিলেন ৬ লক্ষ ৭৭ হাজার ভোট। গতবার ফরওয়ার্ড ব্লকের প্রাপ্ত ভোট একেবারেই কমে যায়। মাত্র ৪৬ হাজার ৬৪৮ টি ভোট পান ফরওয়ার্ড ব্লক প্রার্থী গোবিন্দ চন্দ্র রায়। চব্বিশের নির্বাচনে নিজেদের ঘাঁটি ধরে রাখতে মরিয়া বিজেপি। অন্যদিকে এই কেন্দ্রে ক্ষমতায়নের চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দলও। এ বার জয়ের হাসি কে হাসে তা বলবে ৪ ঠা জুন।