থানে: সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) থানে জেলার (Thane district) কালওয়া (Kalwa) এলাকার ছত্রপতি শিবাজী মহারাজ হাসপাতালে (Chhatrapati Shivaji Maharaj Hospital)। ইতিমধ্যে এই বিষয়ে থানে পৌরসভার কমিশনারের (Thane Municipal Commissioner) সঙ্গে আলোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। গাফিলতির কারণে মৃত্যুর প্রমাণ পেলে অপরাধীদের শাস্তি দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী দীপক কেসারকার (Maharashtra Minister Deepak Kesarkar)।
এপ্রসঙ্গে থানে পৌরসভার কমিশনার অভিজিৎ বানগার বলেন, "গত ৪৮ ঘণ্টায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে কিছু মানুষের ওই হাসপাতালে জটিল কিডনির রোগ (Chronic kidney disease), নিউমোনিয়া (pneumonia), কেরোসিনের বিষক্রিয়া (kerosene poisoning), পথ দুর্ঘটনা (road accident) ও অন্যান্য কারণে চিকিৎসা চলছিল। এই মৃত্যুগুলির বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমি। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের (impartial investigation) জন্য একটি কমিটি (committee) গঠন করা হবে যাতে রোগীরা সর্বোত্তম চিকিৎসা (optimal treatment) পায় কী না তা দেখা হবে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | 18 deaths reported in last 48 hours in Chhatrapati Shivaji Maharaj Hospital, Kalwa of Thane district
"18 deaths have been reported in the last 48 hours. Some of the patients who have died were already receiving treatment for various ailments including chronic kidney… pic.twitter.com/N84rFqCbaE
— ANI (@ANI) August 13, 2023
একনাথ শিন্ডের মন্ত্রিসভার একজন সদস্য দীপক কেসারকার বলেন, "মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা (sympathies) রয়েছে। যদি কোনও গাফিলতির খোঁজ মেলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ (compensation) দেওয়া হবে।" আরও পড়ুন: Har Ghar Tiranga: তেরঙ্গায় মোড়ানো হোক ডিপি, 'হার ঘর তেরঙ্গা' অভিযানে দেশবাসী কাছে মোদীর অনুরোধ
দেখুন ভিডিয়ো:
#WATCH | Our sympathies are with the families. If any negligence is found, then action will be taken and also compensation: Maharashtra Minister Deepak Kesarkar on Thane hospital deaths pic.twitter.com/1iIvKf7EqB
— ANI (@ANI) August 13, 2023