দিল্লি, ২০ অগাস্ট: সংবিধান সংশোধনী বিল (Constitution Amendment Bill 2025) নিয়ে উত্তাল লোকসভা। সংবিধান সংশোধনী বিল যখন সংসদে উত্থাপিত হয়, সেই সময় বিরোধীদের তরফে চরম বিরোধিতা করা হয়। এমনকী কাগজ ছিঁড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) মুখের দিকে ছোঁড়া হয় বলে অভিযোগ। লোকসভায় (Loksabha) ওই ঘটনায় তীব্র বিরোধিতা করতে শোনা যায় বিজেপি সাংসদ রবি কিষাণকে (Ravi Kishan)।
এসবের পাশাপাশি সংসদে এমন সব ভাষা বিরোধীরা ব্য়বহার করেন, তা 'সড়ক ছাপ' বলেও কটাক্ষ করেন রবি কিষাণ।
তবে লোকসভায় সংবিধান সংশোধনী বিল পাশের সময় তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে বলে জানতে চাওয়া হয় রবি কিষাণের কাছে। যার উত্তরে তিনি পালটা দাবি করেন, না এমন কোনও ঘটনা ঘটেনি। ফুটেজ দেখুন। ফুটেজ দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে বলেও মন্তব্য করেন বিজেপি সাংসদ।
শুনুন কী বললেন রবি কিষাণ...
#WATCH Delhi | BJP MP Ravi Kishan says, "I strongly condemn it, the opposition has crossed the limits of hooliganism. They threw papers and used abusive language...I have never seen such a scene. I condemn this behaviour" https://t.co/pesA2MdnHd pic.twitter.com/qcrqVxlLlw
— ANI (@ANI) August 20, 2025
এদিকে তৃণমূল আজ বিজেপির কিরণ রিজিজু এঅবং রভনীত বিট্টুর বিরুদ্ধে সরব হয়। তৃণমূল সাংসদরা যখন বিলের বিরোধিতা করছিলেন, সেই সময় মিতালি বাগ, শতাব্দী রায়দের ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। লোকসভার ভিতরেই শতাব্দী রায়, মিতালি বাগদের হেনস্থা করেন রিজিজু এবং বিট্টু। এমন অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেস।
যা কার্যত উড়িয়ে দিয়ে পালটা বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রবি কিষাণ।