লখনৌ, ২৯ সেপ্টেম্বর: আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections 2022)। সেই ভোটে কংগ্রেসের (Congress) পক্ষে অগ্নিপরীক্ষা। অসম থেকে পশ্চিমবঙ্গ, বিহার থেকে ত্রিপুরা। সর্বত্র নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস। ২০১৪, ২০১৯-পরপর দুটি লোকসভা নির্বাচনে বড় বিপর্যয়ের পর কংগ্রেসের অবস্থা এখন একেবারে শোচনীয়। এমন অবস্থায় ২০২৪ লোকসভায় ভাল কিছু করতে হলে ২০২২ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ভাল কিছু করতেই হবে কংগ্রেসকে। বাইশে ইউপিতে ব্যর্থ হলে দু বছরের মধ্যে দেশের সাধারণ নির্বাচনে কংগ্রেসের ভাল কছু করা একেবারে কঠিন হয়ে পড়বে। আবার ইউপি-তে সম্মানজনক ফল হলে গত তিন বছরের সব ব্যর্থতা মুছে, ২০২৪ ভোটে কোমর বেঁধে নামতে পারবে হাত চিহ্নের শিবির। আর সেই অতি গুরুত্বপূর্ণ ইউপি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দায়িত্বে প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। প্রিয়াঙ্কা একা হাতে সামলাচ্ছেন ইউপি ভোটের দায়িত্ব। বেশ কয়েকমাস আগে থেকেই যোগী রাজ্যে ঘর গোছানোর কাজে ব্যস্ত প্রিয়াঙ্কা।
আগামী ৯ অক্টোবর নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী থেকে নির্বাচনী প্রচার শুরু করবে প্রিয়াঙ্কা। বারাণসীর প্রাক্তন সাংসদ রাজেশ মিশ্র জানান, আগামী ৯ অক্টোবর সেখানে প্রিয়াঙ্কা বড় মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। বারাণসী থেকেই গোটা রাজ্যে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর বার্তা ছড়াতে চান প্রিয়াঙ্কা। আরও পড়ুন: “নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারব না,” নীরবতা ভাঙলেন নভজ্যোত সিং সিধু
২০২২ ইউপি বিধানসভা নির্বাচনে কংগ্রেসে তরুণ মুখদের প্রার্থী করছে। উত্তর প্রদেশে কংগ্রেসের প্রার্থীদের ৬০ শতাংশের বয়স ৩০-৪০ এর মধ্যে হতে চলেছে বলে খবর। কংগ্রেসের প্রার্থী হতে হলে লিখিত আবেদন করে তা দলকে মেল করতে হচ্ছে। যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কংগ্রেসের প্রচারে থাকবে, সবার জন্য কাজ, বেকারমুক্ত ইউপি-র কথা।