দিল্লি, ১১ জুলাই: জরুরি অবস্থার সময় নিয়ে শশী থারুরের (Shashi Tharoor) বক্তব্য প্রকাশ্যে আসতেই ফের বিড়ম্বনায় কংগ্রেস। এবার কংগ্রেসের তরফে সরাসরি আক্রমণ করা হল শশী থারুরকে। সম্প্রতি তিরুবনন্তপুরমের কংগ্রেস (Congress MP) সাংসদ শশী থারুর বলেন, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী (Indira Gandhi) যখন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন, সেই সমাজের গরীব মানুষেরা 'অত্যাচারিত' হয়েছিলেন। শশী থারুরের ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষেপে যায় কংগ্রেস। জরুরি অবস্থা, ইন্দিরা গান্ধীর সম্পর্কে থারুর যে মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত বলে পালটা মন্তব্য করা হয় কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুরের তরফে।
মণিকম ঠাকুর নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে শশী থারুরকে কটাক্ষ করেন। তিনি বলেন, 'আমাদের সহযোদ্ধারা যখন বিজেপির লাইনে কথা বলেন, তখন ভারি অবাক লাগে। এবার কি পাখি একেবারে কথা বলা টিয়া পাখি হয়ে গেল নাকি' বলে প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। পাশাপাশি তিনি কটাক্ষের সুরে আরও বলেন, 'যখন মিমিক্রি করা হয়, তা পাখির মুখে সুন্দর, রাজনীতিতে নয়'।
আগামী বছরে কেরলে নির্বাচন। তাই এটাই প্রকৃত সময় যখন শশী থারুরের উচিত যে কোনও একদিক বেছে নেওয়া। এমন মন্তব্য করতে শোনা যায় মণিকম ঠাকুরকে।
মণিকম ঠাকুরের পাশাপাশি কে মুরলীধরণও শশী থারুরকে কটাক্ষ করেন। মুরলীধরন বলেন, শশী থারুর প্রথমে নিজেকে প্রশ্ন করুন, তিনি কোন দলের। প্রসঙ্গত, একটি বেসরকারি সংস্থার সমীক্ষায় সম্প্রতি দেখা যায়, কেরলের অন্যতম পছন্দের মুখ্যমন্ত্রী পদের দাবিদার হলেন শশী থারুর।