দিল্লি, ১১ ডিসেম্বর: ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc) চতুর্থ বৈঠক হবে ১৯ ডিসেম্বর। দিল্লিতে এবার বসবে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। কংগ্রেস নেতা জয়াম রমেশ ট্যুইট করে এই খবর জানান। প্রসঙ্গত আগামী ১৭ ডিসেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসার কথা ছিল। তবে ১৭-র পরিবর্তে এবার ১৯ তারিখ সেই বৈঠক হবে বলে জানানো হয়। কেন ১৭-র পরিবর্তে ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসবে, সে বিষয়ে কোনও কারণ জানাননি কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বসার কথা ছিল ৬ ডিসেম্বর। তবে পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar), তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-রা হাজির হতে পারবেন না বলে জানা যায়। এরপরই সেই বৈঠক ১৭ ডিসেম্বর হবে বলে জানানো হয়। এবারও ফের ১৭ ডিসেম্বর পালটে বৈঠকে দিন ধার্য করা হয় ১৯ ডিসেম্বর।
আরও পড়ুন: Adhir Chowdhury Attack PM Modi: 'ইন্ডিয়া জোট মোদিজি-র ঘুম কেড়ে নেবে', বলছেন অধীর
দেখুন জয়রাম রমেশের ট্যুইট...
INDIA की पार्टियों के नेताओं की चौथी बैठक मंगलवार 19 दिसंबर 2023 को नई दिल्ली में दोपहर 3 बजे से होगी।
The 4th meeting of the leaders of INDIA parties will be held on Tuesday December 19th, 2023 in New Delhi at 3pm.
जुड़ेगा भारत
जीतेगा INDIA!
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 10, 2023
সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হলে, তাঁর পাশে দাঁড়ান ইন্ডিয়া জোটের নেতৃত্ব। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে বিসএসপি নেতা দানিশ আলি, প্রায় গোটা ইন্ডিয়া জোটকে একসঙ্গে দেখা যায় মহুয়ার সমর্থনে প্রতিবাদ করতে।