সনিয়া ও রাহুল গান্ধী (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ মার্চ: পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly Election 2021) প্রথম দফার ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল কংগ্রেস (Congress)। ৩০ জনের তালিকায় রয়েছেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি। এছাড়াও রয়েছেন মনমোহন সিং, শচিন পাইলট, ক্রিকেটার আজহারউদ্দিন, নভজিৎ সিং সিধু। তবে তালিকায় ঠাঁই পাননি গুলাম নবি আজাদ, কপিল সিব্বাল, আনন্দ শর্মা সহ দলের বিক্ষুব্ধ নেতারা।

কংগ্রেসের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রচারকদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, মল্লিকার্জুন খাড়গে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ,, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, জিতিন প্রসাদ, আরপিএন সিং, জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, পবন খেরা সহ অন্যরা। বাংলা থেকে প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, দীপা দাশমুন্সি, অভিজি‍ৎ মুখোপাধ্যায়, আবু হাশেম খান চৌধুরীও তারকা প্রচারকের তালিকায় ঠাঁই পেয়েছেন। আরও পড়ুন: West Bengal Assembly Election 2021: পুরুলিয়ার জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন খারিজ হাইকোর্টে

২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ৮ দফার ভোট। ভোটগ্রহণ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ভোট গণনা ২ মে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বাম এবং সদ্য গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট করে লড়ছে। ইতিমধ্যেই সংযুক্ত মোর্চার তরফে বেশিরভাগ সিটে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।