এবারের লোকসভা নির্বাচনে কেরলের ওয়ানাড ( Wayanad ) ও উত্তর প্রদেশের রায়বারেলি (Raebareli )-দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোট পেয়ে জেতেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কিন্তু একজন সাংসদ দুটো লোকসভা কেন্দ্রের জনপ্রতিনিধি থাকতে পারেন না। তাঁকে কোনও একটা আসন ছাড়তেই হয়। সেইমত রাহুল গান্ধী এবার রায়বারেলির সাংসদ থাকছেন, আর পদত্যাগ করছেন দু বার জেতা ওয়ানাড় আসন থেকে। এমন কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে (Mallikarjun Kharge)।
জোর জল্পনা, দাদার ছেড়ে যাওয়া ওয়ানাড থেকে উপনির্বাচনে জিতে সংসদে যেতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। যদিও প্রিয়াঙ্কার ভোটে দাঁঢ়ানো নিয়ে বারবার তীব্র জল্পনা হয়, আবার সেই জল্পনায় তিনি জল ঢেলে দেন।
প্রসঙ্গত, এবার লোকসভা নির্বাচনে রায়বারেলিতে বিজেপি প্রার্থী দীনেশপ্রতাপ সিংহকে তিন লক্ষ ৯০ হাজার ৩০ ভোটের ব্যবধানে হারালেন রাহুল। ২০১৯ লোকসভায় এখান থেকে জেতা মা সোনিয়ার থেকেও বেশী মার্জিনে জেতেন রাহুল। রাহুলের রায়বারেলির পাশাপাশি আমেথিতেও জেতে কংগ্রেস। আর ওয়ানাড় থেকে রাহুল জেতেন ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে। ২০১৯ লোকসভায় আমেথিতে হারলেও ওয়ানাডে জিতে সাংসদ হয়েছিলেন রাহুল। ইউপি-তে গড়রক্ষা করতে গিয়ে ওয়ানাড়কে ছাড়তে হচ্ছে রাহুলকে।