দিল্লি, ১০ সেপ্টেম্বর: মার্কিন মুলুকে (US) গিয়ে ফের নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিজেপিকে (BJP) আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। টেক্সাসের পর ভার্জিনিয়ায় হাজির হয়ে রাহুল গান্ধী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকে মানুষের মধ্যে থেকে ভয় উধাও হয়ে গিয়েছে। অনেক এখন বলেন, 'ভয় লাগে না এখন। সব ভয় উধাও হয়ে গিয়েছে।' এসবের পাশাপাশি বিজেপি তদন্তকারী সংস্থাগুলির উপর চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। সেই সঙ্গে যাঁরা ছোট ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের উপরও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে ভার্জিনিয়া থেকে তোপ দাগেন রায়বেরিলির কংগ্রেস সাংসদ। তবে সবকিছু থেকে মানুষের ভয় ক্রমশ উধাও হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী।
এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫৬ ইঞ্চি বুকের ছাতি বলে পরিচয় করানো, নিজেকে ঈশ্বরের দূত হিসেবে তুলনা করা, সবকিছুর দিন শেষ হয়েছে। মোদীর ওইসব মন্তব্য এখন অতীত বলেও আক্রমণ করেন রাহুল গান্ধী। মোদীর ওই সব বক্তব্য এখন ইতিহাস হয়ে গিয়েছে বলেও মন্তব্য করতে শোনা যায় রাহুল গান্ধীকে।