খাস দিল্লিতে সাংসদের সোনার চেন ছিনতাই করেছিল এক দুষ্কৃতি। গত সোমবার সকালে দিল্লির বাসভবন থেকে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আর সুধা (R Sudha)। সেই সময় বাইকে করে এক দুষ্কৃতি তাঁর গলার চেনটি ছিনতাই করে পালায়। ঘটনার পর থানায় খবর দেন তিনি। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও বিষয়টি লিখিতভাবে জানান তিনি। এছাড়া সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার সঙ্গে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বিষয়টি বিস্তারিত জানান কংগ্রেস সাংসদ। এরপরেই এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। জোরকদমে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ।

দিল্লি থেকেই গ্রেফতার অভিযুক্ত

অবশেষে অভিযোগ দায়েরের ৪৮ ঘন্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। জানা যাচ্ছে, এলাকার সিসিটিভি ক্যামেরা, অভিযুক্তের মোবাইল লোকেশন ট্র্যাক করে অবশেষে গ্রেফতার করা হয় কংগ্রেস সাংসদের সোনার চেন ছিনতাইকারী অভিযুক্ত সোহান রাওয়াত। তাঁর থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া চেনটিও। বুধবার সকালে ওখলা এলাকা থেকে তাঁকে আটক কর করা হয়েছে। যদিও সে ওই এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে।

দেখুন কী বলছেন আর সুধা

দিল্লি পুলিশের প্রশংসা কংগ্রেস সাংসদের

চেন পেয়ে বেজায় আনন্দিত কংগ্রেস সাংসদ, যিনি একদিন আগে পর্যন্ত দিল্লি মহিলাদের জন্য নিরাপদ নয়, কেন্দ্রের অধীনে দিল্লি পুলিশ কোনও কাজ করে না, এমন অভিযোগ তুলছিলেন। সেই আর সুধার মুখে দিল্লি পুলিশের ভূয়সী প্রশংসা। তবে তিনি বলেন, দিল্লিতে এরকম ঘটনা অনেক ঘটছে, পুলিশের কাছে অনুরোধ সেই সমস্ত ছিনতাইয়ের ঘটনাও যেন দ্রুত সমাধান হয়। পুলিশসূত্রে খবর, ধৃত যুবক দাগী আসামী। সেদিনে যে স্কুটিতে করে ছিনতাই করেছিল, সেই গাড়িটিও চুরির গাড়ি বলে জানা যাচ্ছে। আর বাজেয়াপ্ত স্কুটিটিও তাঁর মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।