বিগত কয়েকদিন ধরে কংগ্রেসের নেতাদের চক্ষুশূল হয়ে উঠেছেন বর্ষীয়ান নেতা শশী থারুর (Shashi Tharoor)। দলে থেকে দলবিরোধী মন্তব্য না করলেও মোদী-শাহদের প্রশংসা করতে থামছেন না তিনি। আর সেই কারণে অপারেশন সিঁদুর নিয়ে দলকে অস্বস্তিতে ফেলছেন তিনি। যেখানে কংগ্রেস প্রতিনিয়ত অপারেশন সিঁদুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে কেন্দ্রের সমালোচনা করে যাচ্ছেন। সেখানে অন্যদিকে বিজেপি সরকারের জয়ধ্বনি করে যাচ্ছেন শশী। এমনকী এই নিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশও সাংসদকে কড়া ভাষায় সমালোচনা করে যাচ্ছেন। যদিও পাল্টা শশী থারুরের বক্তব্য দল এখনও সরাসরি তাঁকে কিছু বলেননি।
দলকে অস্বস্তিতে ফেলছেন শশী থারুর
এদিন তিনি বলেন, আমি যা বলেছি তা একজন ভারতীয় হিসেবে বলেছি। আমি অন্য কারোর হয়ে কথা বলার ভান করিনি। আমি যেমন দলের মুখপাত্র নই, তেমনই শাসক দলেরও মুখপাত্র নই। আমি যা বলেছি, তা ব্যক্তিগত মতামত। সেই মন্তব্য আপনাদের অপছন্দ হতেই পারে। তাতে আমার কিছু করার নেই। দেশে কয়েকদিন আগেও যে পরিস্থিতি ছিল সেখানে জাতি, দল নির্বিশেষে দেশের প্রশংসা করা উচিত ছিল। জাতীয় পতাকা নীচে সকলকে থাকতে হত, আর সেটাই আমি করেছি। আমার মন্তব্যের কারণে দলের কোনও সমস্যা হয়েছে কিনা, সেটা আমি জানি না এবং দলও এই বিষয়ে কোনও যোগাযোগ করেনি।
মোদীর সঙ্গে শশীর সৌজন্য বিনিময়
প্রসঙ্গত, কয়েকসপ্তাহ আগেই কেরলে একটি সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং শশী থারুরের মতো জনপ্রিয় বিরোধী নেতা। সেই অনুষ্ঠানে শশীর সঙ্গে মোদীকে আলোচনা, হাসিঠাট্টা করতে দেখা গিয়েছিল। তারপর থেকেই শশী থারুরকে অন্য মেজাজে দেখা যাচ্ছে। যার জেরে ঘুম উড়েছে কংগ্রেসের।