Rahul Gandhi: অবশেষে দিল্লির রাজঘাটে বড়সড় বিক্ষোভ মিছিলের ডাক কংগ্রেসের, ছাত্রছাত্রীদের পাশে থাকতে আহ্বান রাহুল গান্ধীর
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ২৩ ডিসেম্বর: ভারতের নাগরিক হয়ে দেখাতে হবে নাগরিকত্বের প্রমাণ। সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে দিল্লির রাজঘাটে (Raj Ghat) বিক্ষোভ মিছিল করতে পথে নামবেন কংগ্রেস নেতা (Congress Leader) রাহুল গান্ধী (Rahul Gandhi)। আজ দুপুর ৩ টায় শুরু হবে প্রতিবাদ মিছিল (Protest)। আজ টুইট (Tweet) করে লেখেন তিনি। মিছিলে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। রাজ্যসভা এবং লোকসভা দু' পক্ষে বিল পাস হওয়ার পর এই প্রথমবার এত বড় প্রতিবাদ মিছিল করতে চলেছে কংগ্রেস।

রাহুল গান্ধী আজ টুইট করে লেখেন,"দেশের সমস্ত যুবক, যুবতী এবং ছাত্রছাত্রীদের জানাচ্ছি, আমরা ভারতীয় এটা যথেষ্ট নয়? এইসময়ে সকলের ভারতীয় প্রমাণ করা খুবই জটিল। যারা আইনটি এনে দেশে হিংসা ছড়াতে চাইছে তাদের তা করতে দেওয়া হবে না। আজ আমরা অমিত শাহ ও নরেন্দ্র মোদির তৈরি করা অশান্তির বিরুদ্ধে পথে নামছি। দুপুর ৩ টেয় দিল্লির রাজ ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল হবে। সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।" আরও পড়ুন, ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের ফলাফলে এখনও পর্যন্ত এগিয়ে জোট, ধুঁকছে গেরুয়া শিবির

এতদিন কংগ্রেস দলকে দেখা যাচ্ছিল এই আইনের বিরোধিতা করতে। সমালোচনায় মুখর হতে। এর আগে প্রিয়াঙ্কা গান্ধী ভডরা ইন্ডিয়া গেটের সামনে বসে ধর্ণা দিয়েছেন, কিছু কোনও বড় মিছিল এখনও পর্যন্ত হয়নি। কংগ্রেস বিরোধিতা করলেও বিক্ষোভ করতে পথে নামেনি বলে সমালোচিত হয় রাজনৈতিক মহলে।