Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ২ মে: পাকিস্তানি নেতা (Pakistani Leader) ফাওয়াদ চৌধুরী 'রাহুল অন ফায়ার' বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে যেভাবে কংগ্রেস নেতার প্রশংসা করেন, তাতে লোকসভা নির্বাচনের মাঝে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। পাক নেতা ফাওয়াদ হুসেনের মুখে রাহুল গান্ধীর (Rahul Gandhi)  প্রশংসার খবরে যখন নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেন, সেই সময় পালটা মুখ খুলল কংগ্রেস। কং নেতা রশিদ আলভি বলেন, পাক মন্ত্রীর মুখ থেকে রাহুল গান্ধীর প্রশংসা করাতে পারলে, লাভবান হবে বিজেপি। ফলে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর মুখে রাহুল গান্ধীর প্রশংসার পিছনে বিজেপির চাপ রয়েছে। বিজেপি চাপ দিয়েই ফাওয়াদ চৌধুরীকে দিয়ে  রাহুল গান্ধীর প্রশংসা করিয়েছে বলে মন্তব্য করেন রশিদ আলভি। পাক মন্ত্রীর মুখ থেকে রাহুল গান্ধীর প্রশংসা হলে, লোকসভা ভোটে তার ফল বিজেপি পাবে। সেই কারণেই ফাও.য়াদ হুসেনকে দিয়ে রাহুল গান্ধীর প্রশংসা করানো হয়েছে বলে দাবি করেন রশিদ আলভি নামের ওই কংগ্রেস নেতা।

আরও পড়ুন: Rahul Gandhi: 'পাক নেতা কেন রাহুল গান্ধীর প্রশংসা করছেন?' ফাওয়াদ চৌধুরীর এক্স পোস্টে প্রশ্ন বিজেপির

এসবের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে শেহবাজ শরিফ সরকারের ভাল সম্পর্ক। সেই কারণে ভোটে ফায়দা তুলতে পাক মন্ত্রীর মুখ থেকে রাহুল গান্ধীর প্রশংসা করানো হয়েছে বলে দাবি কংগ্রেস নেতা।

পাশাপাশি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী কিংবা মনমোহন সিং কখনও পাকিস্তানে যাননি বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা আলভি।