আগামী কয়েকমাসের মধ্যে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও জম্মু-কাশ্মীরে নির্বাচন রয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও আগামী ৪ মাসের মধ্যে এই চার রাজ্যে নির্বাচন হবে। লোকসভা নির্বাচনের পর খানিকটা হলেও ব্যাকফুটে চলছে বিজেপি। অন্যদিকে আত্মবিশ্বাসী কংগ্রেস (Congress) শিবির। কংগ্রেসের সংসদীয় দলে চেয়ারপারসন সোনিয়া গান্ধী আগেই বলে দিয়েছে, লোকসভা নির্বাচনের ধারা বজায় থাকলে এই চার রাজ্যে আগামী দিনে পদ্ম ফোটা কার্যত অনিশ্চিত। আর সেই আত্মবিশ্বাস নিয়ে বিজেপির থেকে এক কদম এগিয়ে থাকতে চায় কংগ্রেস। তাই বৃহস্পতিবার চার রাজ্যের স্ক্রিনিং কমিটি গঠন করল হাত শিবির। এই স্ক্রিনিং কমিটিকে বৃহস্পতিবার থেকেই নির্দিষ্ট দায়িত্ব পালনের নির্দেশ দিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
এই চার রাজ্যের মধ্যে ২ রাজ্যে বিজেপির সরকার নেই। ফলে জম্মু-কাশ্মীর এবং ঝাড়খণ্ডের রাজনৈতিক সমীকরণ কোনদিকে বদলায় সেটাই এখন দেখার। অন্যদিকে মহারাষ্ট্রে ঘোড়া কেনাবেচা করে উদ্ধব ঠাকরকে ক্ষমতাচ্যুত করে শিবসেনা (শিন্ডে শিবির)-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছে মহারাষ্ট্রে। আর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এই জোট সরকারের কাছাকাছি পৌছেছে শিবসেনা (উদ্ধব শিবির), কংগ্রেস ও এনসিপি জোট। অন্যদিকে হরিয়ানায় বিজেপির সঙ্গে আর জোট করতে আগ্রহী নয় বলে স্পষ্ট জানিয়েছে জেজেপি সুপ্রিমো দুশ্যন্ত চৌতালা। ফলে এই চার রাজ্য কোন শিবির দখল করে এখন সেটাই দেখার।
Congress has constituted screening committees for 5 Assembly Poll-bound states pic.twitter.com/tZ0aoZAwks
— IANS (@ians_india) August 1, 2024