BJP MP Sakshi Maharaj (Photo Credits: IANS)

উন্নাও, ২৪ জানুয়ারি: কংগ্রেসই (Congress) নেতাজি সুভাষ চন্দ্র বসুকে (Subhash Chandra Bose) হত্যা করিয়েছে। কারণ তাঁর জনপ্রিয়তা। আজ এই অভিযোগ করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ (BJP MP Sakshi Maharaj)। উত্তরপ্রদেশের উন্নাওয়ে দাকৌলি গ্রামে একটি সমাবেশে বক্তব্য রাখতে বিজেপি সাংসদ এই অভিযোগ করেন। তাঁর আরও দাবি, নেতাজি বেঁচে থাকলে তিনি প্রথমে প্রধানমন্ত্রী হয়ে যেতেন। সাক্ষী মহারাজ বলেন যে সুভাষ চন্দ্র বসুকে সময়ের আগেই মৃত্যুর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার অভিযোগ যে কংগ্রেসই তাঁকে হত্যা করিয়েছে। নেতাজির জনপ্রিয়তা এত বেশি ছিল যে পন্ডিত নেহরু তাঁর সামনে দাঁড়াতে পারেননি। এমনকি মহাত্মা গান্ধিও নেতাজির জনপ্রিয়তার ধারেকাছে ছিলেন না।

বিজেপি সাংসদ আরও বলেন, সুভাষচন্দ্র বসু সেই ব্যক্তি ছিলেন যিনি স্লোগান দিয়েছিলেন যে তোমরা আমাকে রক্ত ​​দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশরা এতটা ভালো ছিল না যে তারা চাইলেই স্বাধীনতা দিতেন। আরও পড়ুন: Subhas Chandra Bose Jayanti 2021: নেতাজির ওপর কোনও মালিকানাধীন অধিকার নেই সুগত বসুর: তথাগত রায়

সাক্ষী মহারাজ বলেন যে আমরা রক্তের বিনিময়ে স্বাধীনতা কিনেছিলাম। নেতাজির আত্মত্যাগ দেশ কখনও ভুলতে পারে না। তিনি তাঁর পুরো জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তবে তাঁর বীরত্ব, সাহস এবং বীরত্ব ইতিহাসে চাপা পড়েছিল।