গোয়ালিয়র: শুক্রবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রের (Gwalior) জন আক্রোশ সভায় (Jan Akrosh rally) অংশ নিয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Congress general secretary Priyanka Gandhi Vadra)। পাশাপাশি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Madhya Pradesh CM Shivraj Singh Chouhan) ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও (Civil Aviation Minister Jyotiraditya Scindia)।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, "আজকের রাজনীতি দোষারোপ (accusation) ও অভিযোগের (allegations) মধ্য়ে দিয়ে চলছে। এর ফলে বাস্তব বিষয় ও মানুষের সমস্যাগুলি পিছন দিকে চলে গেছে। আসলে অন্যদের সমালোচনা করা খুবই সোজা। রাজনৈতিক সংস্কৃতির মান উন্নত করা প্রধানমন্ত্রীর কর্তব্য। কিন্তু, বিরোধীদের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি সবাইকে চোর বলে সম্বোধন করছেন। আমি মনে করলে এখানে দাঁড়িয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ব্যর্থ নীতি ও শাসনের বিষয়ে অনেক কথা বলতে পারি। এমনকী কথা বলতে পারি কীভাবে আচমকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার আদর্শ পালটে গেল তা নিয়েও। কিন্তু, সেই সমস্ত বিষয়ে আলোচনা না করে আমি মানুষের সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বলব। আর বর্তমানে সবথেকে বড় সমস্যা হল মূল্যবৃদ্ধি।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Gwalior, Madhya Pradesh: Congress general secretary Priyanka Gandhi Vadra during the 'Jan Akrosh' rally says, "...Today's politics is all about accusation & allegations, in which the real issue & people's problems take a back seat...It is very easy to criticise… pic.twitter.com/swwLXbm2A1
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 21, 2023
মণিপুরের হিংসা প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি আরও বলেন, "দু-মাস ধরে মণিপুর (Manipur) জ্বলছে, সেখানকার প্রচুর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মহিলাদের উপর অত্যাচার হয়েছে, শিশুদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে। আর প্রধানমন্ত্রী মোদি ৭৭ দিন ধরে এই বিষয়ে কোনও বিবৃতিও দেয়নি। নৃশংস একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে গতকালই প্রথম এই বিষয়ে মুখ খোলেন তিনি। আর তাঁর বিবৃতিতেও তিনি রাজনীতি মিশিয়েছেন। এমনকী নিজের বক্তব্যের মধ্যে বিরোধীদের দখলে থাকা রাজ্যগুলির কথাও উল্লেখ করেছেন তিনি।" আরও পড়ুন: Modi Surname Case: মোদি পদবি মামলায় রাহুল গান্ধীর শাস্তির নির্দেশে স্থগিতাদেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
দেখুন ভিডিয়ো:
#WATCH | Gwalior, Madhya Pradesh: Congress general secretary Priyanka Gandhi Vadra says, "Even I can stand here and speak about the failed policies & governance of the BJP and CM Shivraj Singh Chouhan. Even I can talk about how Civil Aviation Minister Jyotiraditya Scindia's… pic.twitter.com/pqOqLiIL8S
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 21, 2023
#WATCH | Gwalior, Madhya Pradesh: "Manipur was burning for 2 months, houses were set on fire, women were being tortured, children had no roof over their heads and PM Modi did not give any statement for 77 days. He spoke yesterday after a horrifying video went viral. In that… pic.twitter.com/wOCRnTaMCW
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 21, 2023