Photo Credits: PTI

হরিয়ানায় বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections 2024) একদিকে যখন বিজেপি প্রথম পর্বের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে, অন্যদিকে আপ ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ৯০টি আসনে ভাগাভাগি করে লড়বে দুই দল। এদিকে এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা প্রার্থী অনিল ভিজ কার্যত কটাক্ষের সুরেই এদিন বলেন, "সামনে নির্বাচন, এদিকে দলে কোনও যোগ্য প্রার্থী নেই, তাই অনান্য দলের কাছে কংগ্রেসকে যেতে হচ্ছে। এখন অনান্য দলও ভাবছে যে তাঁরা কী করবে। কংগ্রেসে সংগঠনে সেভাবে জোড়ই নেই যে ৯০টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে লড়বে"।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে গত বুধবার ৯০টি আসনের মধ্যে ৬৭টি আসনের তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। এরমধ্যে ২০১৯ নির্বাচনে যাঁরা জিতেছিলেন এবং যাঁরা হেরেছিলেন তাঁদের মধ্যে অনেকের নাম যেমন রয়েছে তেমন বেশিরভাগ প্রার্থীরই নাম নেই। এবারের প্রার্থী তালিকায় যাঁদের নাম নেই তাঁদের মধ্যে অনেকে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে তারকা প্রার্থীও রয়েছে। যাঁর মধ্যে অন্যতম ববিতা ফোগাট। গত নির্বাচনে দাদরি থেকে তাঁকে দাঁড় করানো হলেন তিনি হেরে যান। ফলে এবারের নির্বাচনে সে প্রার্থী তালিকায় ঠাঁই পাননি।

যদিও তাঁর বোন ভিনেশ ফোগাট শুক্রবারই কংগ্রেসে যোগ দিয়েছেন। এবং নির্বাচনে সম্ভবত টিকিটও পাচ্ছেন। এই অবস্থায় ববিতা কি আদৌ বিজেপিতে থাকবেন নাকি তিনিও হাত শিবিরে যোগ দেবেন এখন সেটাই দেখার। হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে  আগামী ৮ অক্টোবর।