Narandra Modi Varanasi: নিজের নির্বাচনী কেন্দ্র বারণসী নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নিয়ে কংগ্রেস ও উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিকে একযোগে বিঁধলেন মোদী। সেনাবিহানী আর সিঁদুরকে তামাশা করেছে কংগ্রেস। এমন কথাও বললেন প্রধানমন্ত্রী। কংগ্রেস দেশের সেনাবিহানীর মর্যাদায় আঘাত হানছে, আর সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকাকালীন জঙ্গিদের ক্লিনচিট দিয়েছে। এমন অভিযোগ নিজের লোকসভা কেন্দ্রকে দাঁড়িয়ে করলেন মোদী। নয়া ভারত ভোলেনাথ (শিব)-এর পুজো করে, এবং প্রয়োজনে দেশের শত্রুদের কাছে 'কাল ভৈরব'হতে পারে, সরাসরি এমন কথা বারাণসীর সভায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত, 'কাল ভৈরব' হলেন ভয়ংকর ও রুদ্ররূপী দেবতা। যিনি ভগবান শিব-এর একটি তামসিক (অতি শক্তিশালী ও রক্ষক) রূপ।
নিজের নির্বাচনী কেন্দ্রে মোদী
উত্তর প্রদেশের বারণসীতে ২ হাজার ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। সেই প্রকল্পগুলির মধ্যে থাকল রাস্তা, মন্দির-ঘাট সংস্কার, স্মার্ট বিদ্যুত, পর্যটন কেন্দ্র, ক্রীড়া পরিকাঠামো। বারণসী থেকে ভাদোহি এবং ছিতাউনি-শুল টাঙ্কেশ্বর রাস্তারও উদ্বোধন করলেন মোদী। হরদত্তপুরে নতুন রেলওয়ে ওভারব্রিজেও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
কাশীর সভায় কংগ্রেসকে কটাক্ষ
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ২৬ জন পর্যটকদের নিয়ে বারাণসীতে গিয়ে মোদী বললেন, "আমার হৃদয় দু:খে ভরে গিয়েছে।"সেখানকার এক জনসভায় গিয়ে মোদী বলেন, " আমাদের সেনাবাহিনীকে ক্রমাগত আক্রমণ, কটাক্ষ করে চলেছে কংগ্রেস। অপারেশন সিঁদুরকে তামাশা বলে সেনাবাহিনীকে ছোট করেছে ওরা। আমি অবাক হয়ে যাই, কেউ কি করে সিঁদুরকে তামাশা বলতে পারে?"
জঙ্গিদের ক্লিনচিট দিয়েছে সমাজবাদী পার্টি, দাবি মোদীর
এরপর মোদী উত্তর প্রদেশের প্রদান বিরোধী দল সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন,"সমাজবাদী পার্টির ভোটব্য়াঙ্ক রাজনীতি এমন জায়গায় গিয়েছে যে ওদের নেতারা সংসদে দাঁড়িয়ে বলছে, কেন এখন জঙ্গিদের মারা হল। আমাদের কি জিজ্ঞাসা করা উচিত জঙ্গিদের মারব নাকি মারব না। এরা হল সেই দল যারা ক্ষমতায় থাকাকালীন জঙ্গিদের ক্লিনচিট দিয়েছিল। ওরা ভুলে যাচ্ছে এটা নতুন ভারত। নয়া ভারত ভোলেনাথকে পুজো করে আর দেশের শত্রুদের কাল ভৈরবের মত আচরণ করতে পারে।"
কাল ভৈরব কী
কাল ভৈরব হলেন শিবের রক্ষক রূপ, যিনি কাশী (বারাণসী) নগরীর প্রধান অধিপতি ও রক্ষাকর্তা হিসাবে মানা হয়। কাল ভৈরব সাধারণত কালো রঙের। কুকুর সহ বা তার উপর আরোহী অবস্থায় দেখা যায়। তাঁর হাতে থাকে ত্রিশূল, খড়্গ (তলোয়ার), ডমরু, এবং এক হাতে মুণ্ডমালা