ত্রিপুরায় বরাবর সাপে-নেউলের সম্পর্কের সিপিএম ও কংগ্রেস এবার জোট গড়ে লড়ছে। কংগ্রেসের জন্য ১৩টি আসন ছেড়েছিল সিপিএম। সেখানে কংগ্রেস ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। ত্রিপুরায় কংগ্রেসের প্রধান মুখ সুদীপ রায়বর্মন আগরতলা থেকে প্রার্থী হলেন। মুখ্যমন্ত্রী মানিক সাহা-র বিরুদ্ধে টাউন বরোদলুই থেকে প্রার্থী হলেন আশিস সাহা। গত বছর উপনির্বাচনে ৬ হাজার ভোটে বিজেপি-র মানিক সাহার কাছে হেরেছিলেন আশিস।
ত্রিপুরায় প্রার্থী ঘোষণার পাশাপাশি তারকা প্রচারকদের নামের তালিকাও প্রকাশ করল কংগ্রেস। সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার পাশাপাশি সাংসদ অধীর চৌধুরী, রাজস্তানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, শীর্ষ নেতা সচিন পাইলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলের মত হেভিওয়েটরা ত্রিপুরায় দলের প্রচারে যাবেন। আরও পড়ুন- ত্রিপুরায় প্রার্থী ঘোষণা বিজেপি-র, আছে বড় চমক
দেখুন কংগ্রেসের প্রার্থী তালিকা
Congress announces a list of 17 candidates for the upcoming #TripuraElections2023. #Congress #Tripura #TripuraElections #news #NewsUpdate #NewsUpdates #BREAKING #Breaking_News pic.twitter.com/GMDvCX67zI
— OTT India (@OTTIndia1) January 28, 2023
ত্রিপুরায় বিজেপিকে হারাতে বাম-কংগ্রেস জোটে সবার আগে ৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল সিপিএম। কংগ্রেসের জন্য ১৩টি, সিপিআই-আরএসপি-ফরওয়ার্ড ব্লক ও নির্দল প্রার্থী প্রদ্যুত রায় বর্মন-এর জন্য একটি করে আসন ছেড়েছিল রাজ্যে ২৫ বছর ক্ষমতায় থাকা সিপিএম। কিন্তু ১৩টি-র বদলে কংগ্রেস প্রার্থী দিল ১৭টি আসনে। গতবার, ২০১৮ ত্রিপুরা বিধানসভায় একটা আসনেও জিততে পারেনি কংগ্রেস।
তবে দীর্ঘদিনের লড়াকু নেতা সুদীপ রায়বর্মন ফিরে আসার পর ত্রিপুরায় আগের যে ভাল অবস্থায় হাত শিবির। কংগ্রেস ভোটব্য়াঙ্কের পুরোটাই চলে গিয়েছে বিজেপি-তে। ২০১৩-তে বিজেপি যেখানে ১ শতাংশ ভোট পেয়েছিল, সেখান থেকে তারা ৪৪ শতাংশ ভোট পেয়ে প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় আসে। সিপিএম এবার প্রার্থী করেনি ২৫ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। ৫০ শতাংশ কেন্দ্রে নতুন প্রার্থী দিয়েছে সিপিএম। যেখানে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে।
আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ৬০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি।