লোকসভায় সম্মানজনক ফল করার পর জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচন ( 2024 Jammu and Kashmir Assembly Election) কার্যত অগ্নিপরীক্ষা কংগ্রেসের (Congress) কাছে। ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে জোট গড়ে ভূ স্বর্গে লড়ছে কংগ্রেস। জম্মু-কাশ্মীরে ৯০টি-র মধ্যে ৩২টি আসনে লড়বে কংগ্রেস, ইন্ডিয়া জোটের বাকি আসনে প্রার্থী দেবে এনসি (৫১টি), সিপিআইএম (১টি), ও প্যান্থার্স পার্টি (১টি)। তবে পাঁচটি আসনে আসন সমঝোতা ভেস্তে যাওয়ায়, ওই কেন্দ্রগুলিতে মুখোমুখি লড়াই হবে কংগ্রেস ও ফারুক আবুদল্লার পার্টি এনসি-র সঙ্গে।
জম্মু-কাশ্মীর নির্বাচনে দ্বিতীয় দফায় ৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল। দুটি দফা মিলিয়ে উপত্যকায় কংগ্রেস মোট ১৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলল। সোমবার প্রকাশিত জম্মু-কাশ্মীর নির্বাচনে কংগ্রেস রাজৌরি, শ্রী মাতা বৈষ্ণ দেবী, রেয়াসি, সেন্ট্রাল শালটেং, থান্নামান্ডি ও সুরানকোটে কেন্দ্রে প্রার্থীদের নাম জানাল। কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার পর ফের হাত শিবিরে ফেরা প্রভাবশালী নেতা মুমতাজ খানকে রেয়াসি থেকে হাত চিহ্ন দাঁড় করানো হল। মাতা বৈষ্ণ দেবী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হলেন ভূপেন্দ্র জামওয়াল। জম্মু লোকসভার অন্তর্গত এই বিধানসভা আসনে বিজেপি প্রার্থী করেছে বলদেব রাজ শর্মা-কে। ভূ স্বর্গে বিজেপি দু দফায় ৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর বিজেপির কর্মীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা যায়। প্রসঙ্গত, ক মাস আগে হওয়া লোকসভা নির্বাচনে জম্মু-তে দুটি লোকসভা আসনেই জিতেছিল বিজেপি। তবে লাদাখে ভরাডুবি হয়েছিল পদ্ম শিবিরের। কাশ্মীরেও একেবারে হতাশ হয়েছিল বিজেপি।
দেখুন জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের
The Central Election Committee has selected the following persons as Congress candidates for the ensuing second phase of elections to the Legislative Assembly of Jammu & Kashmir. pic.twitter.com/UgNRKbXEks
— Congress (@INCIndia) September 2, 2024
প্রসঙ্গত, তিন দফায় হতে চলা জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর। বাকি দুটি দফায় ভোটগ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। হরিয়ানা বিধানসভার সঙ্গে ভূ স্বর্গে ফলপ্রকাশ আগামী ৮ অক্টোবর।