Commercial LPG Cylinder: ফের দাম কমল গ্যাসের, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় কত হল দেখুন
LPG Cylinder (Photo Credit: ANI)

লোকসভা নির্বাচনের আগে এবার দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের (Cylinder)। গোটা দেশে বাণিজ্যিক এলপিজি (LPG)সিলিন্ডারের দাম ৩০.৫০ টাকা করে কমানো হয়। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়। অর্থাৎ নির্ধারিত  নয়া মূল্য অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামের ক্ষেত্রে ১ এপ্রিল থেকে ৩০ টাকা করে কমল বলে খবর। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নয়া নির্ধারিত মূল্য অনুযায়ী এবার থেকে তা মুম্বইতে মিলবে ১৭১৭.৫০ টাকায়, কলকাতায় তার দাম হল ১৮৭৯ টাকা। ১৭৬৪.৫০ টাকা করে ১৯ কোজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল দিল্লিতে। চেন্নাইতে এই সিলিন্ডার মিলবে  ১৯৩০ টাকায় বলে খবর।

দেখুন ট্যুইট...