পটনা, ৩ জুলাই: মহারাষ্ট্রের রাজনীতিতে ভূমিকম্পের মত পরিস্থিতি এসেছে অজিত পাওয়ারের বিদ্রোহে। এবার নাকি বিহারের পালা। এনসিপি-র পর এবার জেডি (ইুউ)। শরদ পাওয়ারের পর এবার মাথায় হাত পড়তে চলেছে নীতীশ কুমারের। এমনই দাবি বেশ জোরের সঙ্গে করলেন বিহার বিজেপির বড় নাম তথা সাংসদ সুশীল মোদী। একনাথ শিন্ডের ঢঙে শরদ পাওয়ারের ভাইপো এনসিপি-তে ভাঙন ধরিয়ে বিজেপির হাত ধরে উপমুখ্যমন্ত্রী হয়েছেন। অজিত সঙ্গে এনেছেন ৪০ জন বিধায়ককে। শরদ পাওয়ারই এখন কোণঠাসা। এমন পরিস্থিতি এবার বিহারেও হতে চলেছে বলে জানালেন বিজেপি নেতা সুশীল মোদী। বিহার বিজেপির মুখ সুশীল মোদী সাফ জানালেন, ভাঙতে চলেছে জেডি (ইউ)। নীতশ কুমারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জনতা দল ইউনাইটেডের কয়েক জন সাংসদ ও বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।
প্রসঙ্গত, বিহারে এখন নীতীশ কুমার মুখ্যমন্ত্রী আছেন আরজেডি, কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে। এনডিএ ছেড়ে বেরিয়ে এসে নীতীশ হাত ধরেছেন লালু-তেজস্বী, কংগ্রেসের সঙ্গে। নীতীশ এনডিএ ছাড়ার পর গত ফেব্রুয়ারিতে জেডি (ইউ) ছাড়েন দলের অভিজ্ঞ নেতা উপেন্দ্র খুশওয়া। তিনি নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট বেঁধেছেন।
দেখুন টুইট
Amid reports of a #Maharashtra-like situation arising in #Bihar, BJP senior leader and Rajya Sabha MP Sushil Kumar Modi on Monday claimed that 'soon there may be a rebellion in Bihar as well'.
"CM #NitishKumar's party JD-U is in a state of rebellion and many MLAs and MPs are in… pic.twitter.com/X8KgEGnD6C
— IANS (@ians_india) July 3, 2023
বিজেপির দাবি, নীতীশের দলের বেশ কয়েক জন সাংসদ ও বিধায়ক পদ্মশিবিরের দিকে পা বাড়িয়ে আছেন। বিহারে অজিত পাওয়ারের মত নেতা তৈরি আছে বলে দাবি গেরুয়া শিবিরের।