দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের (Durgapur Gang Rape Case) ২৪ ঘন্টা পার। সময় যত গড়াচ্ছে ততই এই ইস্যু নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়ে অবশেষে ধর্ষণের ঘটনা নিয়ে রবিবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকেই বেসরকারি কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে বিজেপির তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচিও করা হয়েছে।

দুর্গাপুরের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

রবিবার উত্তরবঙ্গ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। যতদূর খবর পেয়েছে নির্যাতিতা একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশুনো করছিলন।। এই ব্যাপারে আমাকে নয়, কলেজ কর্তৃপক্ষের জবাব চাওয়া উচিত। তাঁদের দায়িত্ব ছিল পড়ুয়াদের দেখভাল করার। পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে নিরাপত্তা দেবে না। রাত সাড়ে ১২টা নাগাদ মেয়েটি ক্যাম্পাস থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া জায়গায় চলে গেল, কেউ তাঁকে বাধা দিল না। হোস্টেলে তো একটা নিয়ম শৃঙ্খলা থাকে। মেয়েদের বেশি রাত করে বেরোনো উচিত নয়। তাঁদের নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে”।

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য

কংগ্রেসের বিক্ষোভ মিছিল

এই ঘটনার প্রতিবাদে কলেজের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। তাঁদের আটকাতে কলেজ কর্তৃপক্ষের নির্দেশে মূল গেটে তালা দিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও মূল ২ অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। প্রসঙ্গত, গত শুক্রবার  নিউটাউনশিপ থানা এলাকার মোহনবাগান অ্যাভিনিউতে একটি জঙ্গল লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী ওড়িশার বাসিন্দা। বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া সে।